অনলাইন ডেস্ক : ১৫টি প্যাকেটে মোড়া ছিল দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট। এসবের বাজার মূল্য ১৫ কোটি টাকা। বৃহস্পতিবার পুলিশ শিলচর ক্লাব রোডে একটি ডাস্টার গাড়ির মধ্যে লুকিয়ে রাখা এসব ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। সঙ্গে গ্রেফতার করা হয়েছে মিজোরামের আইজলের বাসিন্দা লালসামলিয়ানা (৩৩) নামে এক যুবককে। এতো বিশাল পরিমাণ ট্যাবলেট বাজেয়াপ্ত করায় টু্ইট করে কাছাড় পুলিশের বিশেষ প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
পুলিশ সুপার নূমল মাহাতো জানিয়েছেন, লালসামলিয়ানা গত দুই-তিনদিন ধরে ছিল ক্লাব রোডের এক হোটেলে। অন্য কারো কাছে ট্যাবলেট হস্তান্তরের জন্য শিলচরে এসেছিল সে। এদিন সকাল দশটা নাগাদ সে যখন ক্লাব রোডের ওই হোটেলের সামনে রাস্তায় কারো জন্য অপেক্ষা করছিল তখন গোপন সূত্রে খবর পেয়ে তাকে পাকড়াও করা হয়। এরপর তার গাড়িতে তল্লাশি চালিয়ে “স্পেয়ার টায়ার”-এর নিচে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরিতে সন্ধান পাওয়া যায় ট্যাবলেটের।
পুলিশ সুপার জানান লালসামলিয়ানা এর আগেও মাদক পাচারের ঘটনায় গ্রেফতার হয়েছে শিলচরেই রাঙ্গিরখাড়ি এলাকায়। অনুমান করা হচ্ছে এবার সে মায়ান্মার থেকে মিজোরামের চাম্পাইয়ে পাচার হওয়া ট্যাবলেট নিয়ে এসেছিল শিলচরে। এবং এখানে সে অপেক্ষা করছিল বহির্রাজ্যে পাচারের জন্য অন্য নেশার কারবারিদের হাতে সেসব সমঝে দিতে।
লালসামলিয়ানাকে গ্রেফতারের পর পুলিশ এদিনই আদালতে পেশ করে। আদালতের অনুমতিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে।