অনলাইন ডেস্ক : মাধ্যমিকের বাংলা, অসমিয়া-সহ সমস্ত মাতৃভাষা বিষয়ের বাতিল হওয়া পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। আগামী পয়লা এপ্রিল অনুষ্ঠিত হবে ওই বিষয়গুলির পরীক্ষা। এর আগে ৩০ মার্চ গ্রহণ করা হবে বাতিল হওয়া বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রী রণোজ পেগু জানিয়েছিলেন, সমস্ত পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরীক্ষার সূচি শীঘ্রই জানানো হবে। প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য শিক্ষামন্ত্রীর আগে খোদ মুখ্যমন্ত্রীই পরীক্ষা বাতিল হওয়ার কথা জানিয়েছিলেন। টুইট মারফৎ হিমন্ত জানান, ‘আমার নজরে এসেছে যে লুহিত খাবালু উচ্চতর মাধ্যমিক স্কুলের অভিযুক্ত পরীক্ষা ইনচার্জ জেরার সময় শনিবারের অসমিয়া বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁসের কথা স্বীকার করেছেন। ফলে আমি মাধ্যমিক শিক্ষা পর্ষদকে পরামর্শ দিয়েছি যে শনিবারের পরীক্ষার পরিবর্তিত সূচি প্রদান করার পরামর্শ দিয়েছি।’