অনলাইন ডেস্ক : অরুণোদয় প্রকল্পের ফর্ম বিতরণে জিপির প্রকৃত হিতাধিকারিদের বঞ্চিত করা হলে জনস্বার্থে গুয়াহাটি উচ্চ আদালতের দ্বারস্ত হওয়ার হুমকি দিয়েছেন নিয়াইরগ্রাম বাগপুর জিপির সভানেত্রীর প্রতিনিধি সমাজকর্মী মাহমুূদ হোসেন লস্কর। শুক্রবার জিপি কার্যালয়ে সভানেত্রী রুস্তানা বেগম লস্কর সহ পঞ্চায়েত পরিষদের সদস্যদের কে পাশে বসিয়ে মাহমুদ হোসেন লস্কর সাংবাদিক দের জানান, অসম সরকার অরুণোদয় প্রকল্পের প্রকৃত হিতাধিকারি বাছাইয়ের লক্ষ্যে বিশেষ সচেতনতা গাঁও সভার নির্দেশ দিয়েছিলেন। সরকারি নির্দেশে তালাকপ্রাপ্ত মহিলা, অবিবাহিত মহিলা, অসহায় মহিলা, দিব্যাঙ্গ, জঠিল রোগগ্রস্ত মহিলাদের অগ্রাধিকারের সুযোগ করে দেওয়ার কথা বলা হয়ে ছিল। সেই মর্মে জিপি সভানেত্রী এলাকার ৩৫০ জন প্রকৃত সুবিধাপ্রাপকের আবেদন পত্রের তালিকা প্রস্তত করে জিপি সচিবের স্বাক্ষর সহ চেকলিষ্ঠ জেলা শাসকের কায্যালয়ে জমা দেওয়া হয়েছিল। , দু মাস অতিক্রান্ত হয়ে গেলে ও জিপি কার্য্যালয়ে কোন ও ফরম ফিরে আসেনি। এদিকে, এলাকার আবেদনকারিরা রোজ দিন জিপি কার্যালয়ে ছুটে এসে সভানেত্রী কে চাপ দিচ্ছেন। এমতাবস্থায় তিনি খবর নিয়ে জানতে পারেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া নাকি জেলা উপায়ুক্তের কার্য্যালয় থেকে সোনাই এলাকার নির্ধারিত ফর্ম হাতিয়ে নিয়েছেন। তিনি এও বলেন, খবর নিয়ে জানতে পারেন গ্রামের বিধায়কপন্থী ও আত্মীয় স্বজনদের হাতে ফরম পৌছে গেছে। এই খবর পাওয়ার পর তিনি বিষয় টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিলচরের সাংসদ ও কাছাড়ের জেলা উপায়ুক্তের দৃষ্ঠি আকর্ষন করেছেন। পৃথক ভাবে বিষয়টি বিজেপি জেলা সভাপতির নজরে ও এনেছেন। তাঁর দাবি, এলাকার প্রকৃত হিতাধিকারিরা লাভবান হলে আপত্তি নেই। তবে সরকারি গাইডলাইন বহির্ভুত কাউকে বাছাই তালিকায় অন্তর্ভুক্ত হলে আমরা বসে থাকব না।প্রকৃত হিতাধিকারিদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। এরপর ও কোন ও সুরাহা না হলে অসহায় গরিব দুস্ত জনতার স্বার্থে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে মামলা করতে প্রস্তত বলে জানিয়ে দিয়েছেন। এদিন দিব্যাঙ্গ কবির হোসেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে সাংবাদিকদের জানান, আমরা প্রকৃত হিতাধিকারিরা বঞ্চিত হলে বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া কে নিয়াইরগ্রাম বাগপুর এলাকায় ডুকতে দেব না। তাকে কালো পতাকা দেখিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে। তালাকপ্রাপ্ত মহিলা অজ্ঞুয়ারা বেগম লস্কর, বয়স্ক অবিবাহিতা মহিলা স্বপ্না বেগম হুমকির সুরে জানান আমরা এবার বঞ্চিত হলে আইনের আশ্রয় নিয়ে শেষ দেখে ছাড়বো। সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত পরিষদের পক্ষে উপস্তিত ছিলেন আব্দুল হান্নান লস্কর,রিপন হোসেন,রমিজ উদ্দিন চৌধুরী ও তাহের আহমেদ বড়ভুইয়া সহ অনেকে।