অনলাইন ডেস্ক : ভালো ফল নেই, অথচ বেহাল তবিয়তে চলছে স্কুলগুলি। কড়া মনোভাবই পোষণ করল আসাম মাধ্যমিক শিক্ষা বোর্ড (সেবা )। রাজ্যের ১০৫টি বেসরকারী এবং ভেঞ্চার স্কুলের অনুমোদন বাতিল করে নিল তারা । এই পদক্ষেপটি মাধ্যমিক এবং উচ্চ মাদ্রাসা’র ফলাফলের যাচাই-বাছাইয়ের পরে আসে। ২০২২ সালের পরীক্ষার ফলাফলে এই স্কুলগুলির খারাপ অবস্থা প্ৰকাশ পায়, পাসের শতাংশ ছিল শুধুমাত্র ০ থেকে ১০ এর মধ্যে।মোট ২৯৪টি স্কুলকে খারাপ প্রদর্শনের জন্য নোটিশ পাঠিয়েছিল সেবা। এরমধ্যে ১০৭টি স্কুল নোটিশের জবাব দিতে পারেনি । অনুমোদন প্রত্যাহার করা স্কুলগুলির মধ্যে ৫টি বরাক উপত্যকার। কাছাড় জেলার তিনটি স্কুল হলো- দেওয়ান গ্রুপ হাই স্কুল, ডলু বাগান হাই স্কুল, এবং জেআরডি পাবলিক হাই স্কুল। হাইলাকান্দি জেলার নিরোদ বিহারী পাল উচ্চ বিদ্যালয় এবং করিমগঞ্জ জেলার বিদ্যার্থী ভবন উচ্চ বিদ্যালয় অনুমোদন বাতিলের তালিকায়। ফলস্বরূপ, এই স্কুলগুলি ১ এপ্রিল, ২০২৩ থেকে ৯ম শ্রেণির কোনও ছাত্রকে ভর্তি করতে পারবে না।