অনলাইন ডেস্ক : কাছাড় জেলা প্রশাসন ও জেলা হজ কমিটির উদ্যোগে চলতি বছরের হজযাত্রার আবেদন গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে। সোমবার পর্যন্ত প্রায় তিন শতাধিক পুরুষ ও মহিলা হজযাত্রী তাদের অনলাইনে জমা করা আবেদনের হার্ড কপি সহ পাসপোর্ট এবং অন্যান্য নথিপত্রের স্ব-প্রত্যায়িত কপি জমা দিয়েছেন জেলা শাসকের কার্যালয়ের হজ শাখায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের আবেদনের কপি পরীক্ষা নিরীক্ষা করে জমা নিচ্ছেন হজ শাখার সঙ্গে যুক্ত কর্মচারীরা। তাদের সহযোগিতা করে যাচ্ছেন জেলা হজ কমিটির কয়েকজন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক। জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরী সোমবার হজ শাখায় এসে হজের কাজকর্মের খোজ খবর নেন। হজ শাখার সঙ্গে যুক্ত বরিষ্ঠ সহায়ক সামসুল হক লস্কর, সদ্য অবসরপ্রাপ্ত বরিষ্ঠ সহায়ক ও প্রাক্তন খাদিমুল হুজ্জাজ মিলন উদ্দিন লস্কর, প্রাক্তন রাজস্ব সিরিস্তাদার মাহিব হোসেন বড়ভুইয়া, প্রাক্তন খাদিমুল হুজ্জাজ আজিজুর রহমান চৌধুরী, জেলা হজ কমিটির প্রাক্তন সদস্য লুৎফুর রহমান বড়ভুইয়া, স্বেচ্ছাসেবক আলহাজ আলিম উদ্দিন আহমেদ,আলহাজ আমির হোসেন লস্কর, রিয়াজ উদ্দিন লস্কর প্রমুখ নিষ্ঠার সঙ্গে হজ সংক্রান্ত কাজকর্ম করে যাওয়ায় যুগ্ম সম্পাদক চৌধুরী জেলা হজ কমিটির পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানান। হজ শাখার শৌচাগারের দরজাটি ভাঙ্গা অবস্থায় রয়েছে দেখে যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরী নতুন একটি দরজা লাগানোর ব্যবস্থা করে দেন। সারা রাজ্যের সঙ্গে আগামী ১০ মার্চ পর্যন্ত কাছাড়েও হজের আবেদন গ্রহণ করা হবে। জেলা হজ কমিটির পদাধিকার বলে সচিব অতিরিক্ত জেলাশাসক মনসুর আহমদ মজুমদারও প্রতিদিনের কাজকর্মের তদারকি করছেন।এ ডি সি মনসুর আহমদ মজুমদার জেলার আগ্রহী হজযাত্রীদের হজের অনলাইন আবেদন করার সময় তথ্য যথাযথ আপলোড করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছেন। কারণ ভুল তথ্য আপলোড হলে সংশ্লিষ্ট হজযাত্রীকে হজযাত্রীকে অসুবিধার সম্মুখীন হতে হবে।