অনলাইন ডেস্ক : ছলামনায় উচ্ছেদ হওয়া ভূমিহীন মানুষদের পুনর্বাসন না দিয়ে সরকার কর্তৃক চালানো উচ্ছেদ অভিযানকে সম্পূর্ণ অমানবিক ও বেআইনি বলে অভিহিত করলেন এলাকার জনগণ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা।করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়াইরপোয়া ফরেস্ট রেঞ্জ এলাকার লঙ্গাই রিজার্ভের কটামণি সংলগ্ন লঙ্গাই নদীর পশ্চিম পারের ছলামনা এলাকায় বুধবার জেলা বন বিভাগ কর্তৃক চালানো উচ্ছেদ অভিযানে ফের কুড়িটি পরিবার সর্বহারা হারা হয়ে পড়েছে।এই উচ্ছেদের কবলে পড়ে সর্বহারা পরিবারের লোকজনকে উপায়হীন হয়ে কচিকাঁচা শিশুদের নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।ক্ষুধার জ্বালায় মাটিতে পড়ে কান্নাকাটি করতে দেখা গেছে অল্প বয়সের শিশুদের। অসহায় মা-বাবার কাছে এদের সান্তনা দেওয়ার মত কিছু বেঁচে নেই।অন্নের পাশাপাশি বস্ত্রের অভাবেও ভুগছেন এরা।এ ব্যাপারে বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সহ স্থানীয় অনেকে সাময়িক প্রসঙ্গের এই প্রতিবেদকে জানান,অসহায় এসব মানুষের দুর্দশার কথা শোনার কেউ নেই।তারা সরকারের এমন হঠকারি সিদ্ধান্তের তীব্র নিন্দাও জানান।পাশিপাশে স্থানীয়রা জানান,আগাম কোনও নোটিশ না দিয়ে হঠাৎ করে বুলডোজার চালিয়ে দেওয়ায় এসব মানুষ নিজের ঘর থেকে সামান্যতম আসবাবপত্র সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও রক্ষা করতে পারেননি।ফলে বর্তমান সময়ে তাদের বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ত্রিপল ও টিন টাঙিয়ে কচিকাঁচা শিশুদের নিয়ে কোনওমতে থাকতে হচ্ছে।তারা দুঃখের সঙ্গে বলেন,এই স্বাধীনদেশের বৈধ নাগরিক হওয়া স্বত্তেও বর্তমান সরকার তাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে।অথচ দেশ স্বাধীন হওয়ার পর থেকে তাদের পূর্বপুরুষরা যেভাবে গণতান্ত্রিকভাবে ভোটদানের মধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করে আসছিলেন সেই ধারায় তারাও বছরের পর বছর ধরে এই এলাকায় বসবাস করে প্রতিটি নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বচিত করে আসছেন।কিন্তু তাদের দু:খ- দুর্দশা বুঝার বেলায় কেউ নেই।এদিকে ছলামনার উচ্ছেদ প্রসঙ্গে ছাত্র সংস্থা বিএসএ-র কর্মকর্তারা বলেন,ভূমিহীন জনগণকে পুনর্বাসন না দিয়ে সরকার কর্তৃক চালানো এমন উচ্ছেদ অভিযান সম্পূর্ণ অমানবিক ও বেআইনি।এলাকায় বিগতদিনে চলা উচ্ছেদ নিয়ে আদালতে বেশক’টি মামলাও চলছে।বর্তমান পরিস্থিতিতে উচ্ছেদ হওয়া জনগণের জন্য প্রয়োজনীয় মাথা গোঁজার ব্যবস্থা করে দিতে ছাত্রসংস্থার কর্মকর্তারা করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব, পাথারকান্দির সার্কল অফিসার অর্পিতা দত্ত মজুমদার সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।এদিকে এরইমধ্যে এলাকার আরও কিছু স্থানে বন বিভাগ এ ধরণের উচ্ছেদ অভিযান চালাবে বলে জানিয়ে দিয়েছে।এতে চরম আতঙ্কে রয়েছেন বহু মানুষ।