অনলাইন ডেস্ক : টিউবওয়েল বসানো কে কেন্দ্র করে নিলামবাজার কালীমন্দিরের সম্মুখে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয় । কালীমন্দিরের সামনে জবরদখল করে ভিন ধর্মীর টিউবওয়েল স্হাপন কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে নিলামবাজার । দুটি গোষ্টীর মধ্যে তুমুল সংঘর্ষে দিনভর উত্তেজনা বজায় থাকে । মন্দির অপবিত্র করার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয় । ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে । তবে মন্দিরে হামলার ঘটনায় ক্ষোভ ব্যক্ত করেছেন বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। নিলাবাজার এলাকার ১১০ বছর পুরোনো কালী মন্দিরের প্রবেশ পথে পাশের বিল্ডিং এর সিহাব উদ্দিন নামের এক যুবকের টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। শুক্রবার সকাল টিউবওয়েল বসানোর কাজ আরম্ভ হলে মন্দির কমিটির পক্ষ থেকে প্রথমে মন্দিরের প্রবেশ পথের পাশে টিউবওয়েল বসাতে আপত্তি জানানো হয় । কিন্ত অভিযুক্ত সিহাব উদ্দিন মন্দির কমিটির আপত্তিকে তোয়াক্কা না করে কতিপয় লোক নিয়ে টিউবওয়েল বসানো আরম্ভ করেন । এতে মন্দির কমিটি আবারও এসে কাজে বাধা দিলে সিহাব বাহিনী মন্দির কমিটির সঙ্গে কথা কাটাকাটি এক সময় হাতাহাতি পর্যায়ে যায় । মন্দিরের প্রবেশদ্বারে অনেকক্ষন উভয় পক্ষের মধ্যে তুমূল সংঘর্ষ হয় । খবর পেয়ে উভয় পক্ষের মানুষ ও জমায়েত হতে থাকেন ।শেষপর্যন্ত পুলিশ ঘটনায় মূল অভিযুক্ত সিহাব উদ্দিনকে আটক করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ।যদি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল সিআরপিএফ বাহিনী মোতায়েন করেছেন নিলামবাজার থানার ওসি দ্বীপজ্যোতি মালাকার । এদিকে ঘটনার খবর পেয়েই বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে ক্ষোভে ফেটে পড়েন এবং বলেন আমরা শান্তি চাই। তবে ধর্মস্থানের উপর আঘাত বিজেপি সরকার কোন অবস্থায় সহ্য করবে না। ঘটনার উপযুক্ত তদন্তক্রমে দোষীদের সনাক্ত করে দৃ্ষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। এদিকে মন্দির কমিটির পক্ষে শিপ্রা গুন বলেন,দুষ্কৃতীরা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে মন্দিরের সম্মুখে হামলা চালিয়েছে ,এই সংঘর্ষে মন্দিরের ভেতরে মঙ্গলকুণ্ড ভেঙে পবিত্রতা নষ্ট করা হয়েছে। অবিলম্বে সিহাব উদ্দিন ছাড়া ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের দাবি জানান তিনি ।