অনলাইন ডেস্ক : চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ‘গৌরব শ্রী’ সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ সম্বুদ্ধ ধর। শুক্রবার মুম্বাইয়ের রাজভবনে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি তাঁকে এই সম্মাননা প্রদান করেন। সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে সমাজসেবী সংগঠন ‘মৈত্রী পিস ফাউন্ডেশন’। এদিন প্রখ্যাত সঙ্গীত পরিচালক অনু মালিক, বলিউড অভিনেতা রাজপাল যাদব সহ বিভিন্ন ক্ষেত্রের মোট ৪০ জন ব্যক্তিত্বকে এই পুরস্কারে ভূষিত করা হয়। সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ডাঃ সম্বুদ্ধ ধর বলেন, সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়ে তিনি নিজেকে গর্বিত মনে করছেন। পাশাপাশি তিনি গর্ববোধ করছেন এই উপত্যকার জন্য। তিনি উল্লেখ করেন, উপত্যকার মানুষের অকৃত্রিম ভালবাসা তাঁকে সবসময় অনুপ্রাণিত করেছে। তিনি জানান, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাওয়াটা -ই তাঁর লক্ষ্য। হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে তিনি সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ডাঃ সম্বুদ্ধ ধর, পন্ডিচেরির জওহরলাল ইনস্টিটিউট অব পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (জেআইপিএমইআর) থেকে এমবিবিএস এবং জেনারেল সার্জারিতে এমএস করেন। এরপর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে নিউরোসার্জারিতে এমসিএইচ ডিগ্রি সম্পন্ন করেন। ২০২১-র অক্টোবরে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যোগদান করেন তিনি। তারপর থেকে এ পর্যন্ত ১৬৬টি অস্ত্রোপচার করেছেন।প্রসঙ্গত, রোগীদের সুবিধার্থে গত বছরের ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পেজ চালু করেছেন ডাঃ ধর। তাঁর এই উদ্যোগ এ অঞ্চলের নাগরিকদের এক বড় অংশের প্রশংসা কুড়িয়েছে।