অনলাইন ডেস্ক : বাংলাদেশের তমব্রু সীমান্তের রোহিঙ্গা শিবিরে ফের গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনায় ৩ রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত একজনের নাম হামিদ উল্লাহ (২৭)। অপর দু’জনের মরদেহ পাওয়া গেলেও নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উখিয়া থানার ওসি শেখ মহম্মদ আলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুসহ গুলিবিদ্ধ দুজন মুহিব উল্লাহ (২৫) ও মো. হোসেন (১২) উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার বিকেলে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। মায়ান্মারের সশস্ত্র দুই পক্ষের মধ্যে দিনভর গোলাগুলি ঘটেছে। এ সময় কমপক্ষে ৩ রোহিঙ্গা নিহত হয়েছে।