অনলাইন ডেস্ক : সোনাই রাজস্ব চক্রের অধীন কচুদরম থানা এলাকার পূর্ব ধলাইর মোহনখাল-রামমানিকপুর জিপির মেটনাথল ফরেস্ট ভিলেনের মেটনাথল খাসিয়াপুঞ্জিতে রবিবার দিনদুপুরে ঘটে গেল এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা।অগ্নিকাণ্ডে সিয়েল বেরেট নামের এক ব্যক্তির বাঁশবেতের তৈরি রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এদিকে সঙ্গে থাকা আরসিসি ঘরেরও ব্যাপক ক্ষতি হয়েছে।এছাড়া অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার ছুটে যান পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস সহ বরাকভ্যালি খাসি-জয়ন্তীয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও খাসি স্টুডেন্ট ইউনিয়নের সদস্যরা।তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।এদিন সংবাদমাধ্যমের কাছে অগ্নিকাণ্ডের বিবরণ দিতে গিয়ে গৃহকর্তা সিয়েল বেরেট বলেন,তিনি শাশুড়িকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ও পত্নী বিউটিফুল সুজা ছিলেন বাবার বাড়িতে।আর এ অবস্থায় দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।কিন্তু শেষ রক্ষা হয়নি। রান্নাঘর সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে যায়।এদিকে ঘরের আসবাবপত্র,কাপড়-চোপড় আগুনে পুড়ে গেছে।ঘরেরও বেশ ক্ষতি হয়েছে।এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন খাসি সংগঠনের সদস্যরা।
এদিকে পূর্ব ধলাইর জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের সঙ্গে দেখা করে বিষয়টি ধলাইর বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নজরে এনে সহায়তা প্রদানের আশ্বাস দেন।এদিনের খাসি সংগঠনের প্রতিনিধিদলে ছিলেন খাসি-জয়ন্তিয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কনভেনর অমিয় সমুমে,সাধারণ সম্পাদক ওয়েলবর পাদাং,খাসি ছাত্র সংগঠনের মানর ছাল্পা, বিলিয়াম স্নান,বরাকভ্যালি ইনডিজিনাস হেডম্যান কো-অর্ডিনেশন কমিটির কনভেনর মরনিং স্টার সুজা প্রমুখ।