অনলাইন ডেস্ক : শিলঘাট ফেরিঘাট সংলগ্ন বরাক নদী থেকে উদ্ধার মহিলার মৃতদেহের পরিচয় পাওয়া গিয়েছে। মৃতার নাম নিকিতা বক্তা। শিলচর সদর পুলিশ বুধবার মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার তার স্বামী লক্ষীপুর থানা এলাকার বিন্নাকান্দি ডাক্তার বাগানের বাসিন্দা জিতেন বক্তা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। নিকিতার বয়স ২৫ বছর।গত শুক্রবার এই মহিলা ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন বলে স্বামী জিতেন বক্তা পুলিশকে জানান। তাদের তিন মাসের এক সন্তান রয়েছে।সন্তান ঘরে রেখে বেরিয়েছিলেন।আর ঘরে ফিরেননি।বুধবার দুপুরে মৃতদেহ উদ্ধার করে শিলঘাটে বরাক নদীতে।