অনলাইন ডেস্ক : জিকির মানুষের অন্তরকে পরিষ্কার রাখে ও অহংকার দূর করে। এ কথা বলেন সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মওলানা সৈয়দ আজহর আর্শাদ মদনি। রবিবার দক্ষিণ হাইলাকান্দি এলাকার কিল্লারবাক গ্রামে জমিয়তের ব্যবস্থাপনায় আয়োজিত বিশাল ইসলামিক সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন তিনি। মওলানা মদনি তাঁর বক্তব্যে বলেন, বিশ্বনবীর আগমনে ইসলামের প্রচার ও প্রসার সমগ্র বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং ইসলামের নীতি, আদর্শ ও বিশ্বনবীর জীবন প্রবাহ প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বীরা নিজেদের জীবনে মানিয়ে নিলে, আর কোনও সমস্যা থাকে না। প্রত্যেক মুসলমানকে কোরানের নির্দেশ মতে জীবন কাটাতে হবে। নিজের খুশিমত জীবন কাটানো ইসলাম নয়। ইসলাম হচ্ছে নবীর জীবন আদর্শ ও পবিত্র কোরানের স্পর্শে নিজের জীবন গড়ার নাম। তিনি ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। কাজেই নামাজ ছাড়া কোনও এবাদত গ্রহণযোগ্য নয়। প্রত্যেক মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে। তিনি এদিন ছবাহি মক্তব শিক্ষার উপর গুরুত্ব দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বলেন, ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়া হয় ছবাহি মক্তবে। ওই শিক্ষা একটা শিশুর জীবনকে বদলে দিতে পারে। মুসলমান হিসাবে প্রতিষ্ঠিত হতে হলে ছবাহি মক্তবে ভালভাবে শিশুদের জ্ঞান অর্জন করতে হবে। তিনি এও বলেন, ইসলাম ধর্মের অর্থ শান্তি। আর ওই শান্তির বার্তা ছড়িয়েছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ (সাঃ)। ইসলামে কোনও ধরনের হিংসা বিদ্বেষ, সন্ত্রাসী হতে পারে না। ইসলাম ধর্মের নামে যারা হিংসা সন্ত্রাসী করে এরা মূলত ইসলামের পরিপন্থী। কেননা, মানুষকে ভালোবাসতে হবে, এটা ইসলামের কথা। এছাড়া সম্মেলনে ওয়াজ করেন মওলানা আলিম উদ্দিন, সভাপতি হাইলাকান্দি জেলা জমিয়ত ।