সাময়িক প্রসঙ্গ , গুয়াহাটি, ২ ডিসেম্বর : নতুন বছরে অসম পুলিশের পিঠ চাপড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, গত বছর যথেষ্ট কাজ করেছে অসম পুলিশ। সফলতা পেয়েছে মাদক পাচারের বিরুদ্ধে অভিযানেও। গত বছর ৭৮১ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে অসম পুলিশ। শুধু তাই নয়, নিঃশব্দে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৭৫৭টি মারণাস্ত্র ও উদ্ধার করেছে। অন্য কোনও রাজ্যে এ ধরনের উদাহরণ নেই।
মুখ্যমন্ত্রী জানান, ২০২১ সালে ৪৩১ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছিল অসম পুলিশ। আর ২০২২ সালে ৭৮১ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করে কড়া বার্তা দিয়েছে পাচারকারীদের। এছাড়াও আনসারুল বাংলা টিম এবং আল কায়দার ভারতীয় মহাদেশের ৮টি মডিউল উপড়ে ফেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ৫১ জন জেহাদিকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে অসম পুলিশ। সেইসঙ্গে মাদ্রাসাগুলির উপরেও কড়া নজর রেখে চলেছে, যাতে কোনও মাদ্রাসা জেহাদির ঘাঁটি হিসেবে পরিণত না হয়। মুখ্যমন্ত্রী বলেন, এ কাজে স্থানীয় মুসলমানরাও সহযোগিতা করছেন। মাদ্রাসায় নতুন পাঠক্রম শুরু করার ব্যাপারেও সায় দিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী বলেন, বাঘবর ছাড়াও রাজ্যে এমন বেশ কিছু এলাকা রয়েছে, যেখানে একটিও হিন্দু পরিবার নেই। ঠিক এমনই এক পরিস্থিতিতে জেহাদি কার্যকলাপ রুখতে মুসলমানদের সহযোগিতা ছাড়াও তাঁদের সঙ্গে নিয়ে এগিয়ে যাবে সরকার।
এদিকে মুখ্যমন্ত্রী আরও বলেন, গত বছর বিভিন্ন সশস্ত্র সংগঠনের ৭২৭৯ জন ক্যাডার মূলস্রোতে ফিরে এসেছে। জমা দিয়েছে প্রচুর অস্ত্রশস্ত্রও। শেষ হয়েছে উপজাতি জঙ্গি সমস্যাও। এখানেই শেষ নয়, গত বছরেই দুর্ধর্ষ মাওবাদী নেতা অরুণ কুমার ভট্টাচার্য ওরফে কাঞ্চনদা-কেও অসম পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। দুর্ধর্ষ মাওবাদী নেতার মাথার দাম ছিল ৩.৪০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানান, দুর্নীতির দায়ে গত বছর ৫০ জন সরকারি কর্মচারীকে গ্রেফতারের পাশাপাশি নগদ ১.১২ কোটি টাকা উদ্ধার করেছে অসম পুলিশ।