সাময়িক প্রসঙ্গ, শিলচর, ২৬ ডিসেম্বর : শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের বাসিন্দা প্রাক্তন পুরসদস্য মঞ্জুর আহমদ। সোমবার সকাল ৮টা ০৫ মিনিট নাগাদ গুয়াহাটি পাঞ্জাবাড়ি ছয়মাইল এলাকার ফখর উদ্দিন আলী আহমদ রোডের এক বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৪ বছর। জানা গেছে, মঞ্জুর আহমদ বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তিনি কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন বছর কয়েক আগে। তবে মাস কয়েক আগে তার শারীরিক অবস্থার বিশেষ অবনতি ঘটলে তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। দিন পাঁচেক আগে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা তাকে রাখেন পাঞ্জাবাড়ি ফকর উদ্দিন আলী আহমদ রোডে এক বাড়িতে। এদিন ওই বাড়িতেই তাঁর মৃত্যু ঘটে।
তিনি রেখে গেছেন পত্নী রিনা বেগম, দুই ছেলে সামনি আহমদ ও মিরাজ আহমদ, মেয়ে নাজ আহমদ সহ অন্যান্য পরিজনদের। এদিন মৃত্যুর পর পরিজনরা মৃতদেহ নিয়ে রওনা হয়েছেন শিলচরের উদ্দেশ্যে। তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতেই মৃতদেহ শিলচরে পৌঁছে যাওয়ার কথা। জানাজা হবে মঙ্গলবার সকাল দশটায়।
মঞ্জুর আহমদ শিলচর পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ২০০৯ এবং ২০১৫ সালে পরপর দুবার পুরসদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এদিন তার মৃত্যুর খবর পেয়ে বর্তমানে গুয়াহাটিতে অবস্থানরত রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর পাঞ্জাবাড়িতে গিয়ে শেষশ্রদ্ধা জ্ঞাপন করেন। মঞ্জুর আহমেদের মৃত্যুর খবর শিলচরে এসে পৌছার পর পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রাক্তন পুরসদস্য রাজেশ দাস শোক ব্যক্ত করে বলেন, সব সময় হাসিখুশি থাকতেন মঞ্জুর। অন্যান্যদের সমস্যায় ঝাপিয়ে পড়তেন। তার অভাব তিনি অনুভব করবেন। শোক ব্যক্ত করেছেন হাজি এস ইউ এডুকেশনাল ফাউন্ডেশনের সচিব মিলনউদ্দিন লস্কর, কল্পনা এনজিও-র হিমু লস্কর, অবিসার বাহারুল ইসলাম বড়ভূঁইয়া প্রমুখ।