সাময়িক প্রসঙ্গ, শিলচর, ১৬ ডিসেম্বর : রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছাড় জেলায়ও শুক্রবার থেকে কাছাড় জেলায় বাদ পড়া শিশুদের টিকাকরণ শুরু হয়েছে।শিলচর সিভিল হাসপাতালের কনফারেন্স হলে কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা আনুষ্ঠানিকভাবে বিশেষ টিকাকরণ কার্যসূচির উদ্বোধন করেন।
পরে জেলাশাসক ঝা শহরাঞ্চলের ঘনবসতি এলাকাগুলিতে টিকাকরণ কার্যসূচিকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য সংশ্লিষ্ট সকল স্বাস্থ্য কর্মীদের নির্দেশ দেন। এছাড়া বিভাগীয় কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপায়ুক্ত আশুতোষ ডেকা টিকাকরণ কার্যসূচিকে অন্তত ৯৫ শতাংশ সফল করে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক পি কে রায়, হাসপাতালটির ডেপুটি সুপারজিতেন সিংহ, অরুণ দেবনাথ, অনুসূয়া দেব এবং ডিপিএম রাহুল ঘোষ, ডেপুটি মিডিয়া অফিসার বাপ্পা দেব প্রমুখ বক্তব্য রাখেন এবং আশাপূর্ণা বর্মন সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ এতে অংশ নেন।
আসাম সরকার ২০২২ সালের ডিসেম্বরে বিশেষ ইমিউনাইজেশন ড্রাইভ চালু করে। সমস্ত টিকাবিহীন এবং আংশিক টিকা দেওয়া শিশুদের টিকা দেওয়ার এই অভিযানের দ্বারা সম্পূর্ণ টিকাদানের কভারেজকে কমপক্ষে ৯৫ শতাংশ পর্যন্ত উন্নত করার প্রচেষ্টা চালানো হবে বলে সরকারি তরফে জানানো হয়। এর অধীনে মোট তিনটি রাউন্ড পরিচালিত হবে এবং প্রতিটি রাউন্ড ৭ কার্যদিবসের জন্য (বুধ শনি রবি এবং সরকারি ছুটির দিন ছাড়া) পরিচালিত হবে।
বিশেষ ইমিউনাইজেশন ড্রাইভের উদ্দেশ্য হল ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম এবং টিডি আক্রান্ত গর্ভবতী মহিলাদের সমস্ত সময়সূচী অনুসারে লেফট এবং ড্রপ আউট শিশুদের কভারেজ নিশ্চিত করা। নির্বাচিত এলাকা হচ্ছে মোট ১০২ স্বাস্থ্য উপকেন্দ্র এবং যেসব এলাকায় পৌঁছানো কঠিন। ১৫৮টি গ্রাম, বাকি থাকা ৬৫টি গ্রাম, ১১২২ জন বাদ পড়া শিশু ও মহিলা, পরিকল্পিত সেশন হচ্ছে ১৭৬, টিডি (পি ডব্লিউ) হচ্ছে ১৬৬। এতে ১৩৭ জন এএনএম, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী কাজ করবেন।