নিভিয়া, ৩১ আগস্ট : রাজ্যে বেড়েই চলছে নারীঘটিত অপরাধ। করিমগঞ্জ জেলার কায়স্থগ্রামে যুবতীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার গণরোষ শান্ত হতে না হতেই ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করল রাতাবাড়ি পুলিশ। অভিযুক্তের নাম জয়নারায়ণ গড়েরী। রাতাবাড়ি থানার মাগুরাছড়া গ্রাম থেকে ১৪ বছর বয়সী এক নাবালিকা কে অপহরণ করে কাছাড় জেলার লক্ষীপুর থানার ছোটমামদা গ্রামে লুকিয়ে রেখেছিল পাষণ্ড বৃদ্ধ। নির্যাতিতার বাবা এ মর্মে রাতাবাড়ি থানায় এফআইআর দায়ের করায় পুলিশ মেয়েটিকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। নিভিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিস মহন্ত মঙ্গলবার রাতে সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে দেড়শ কিলোমিটার দূরে অবস্থিত কাছাড় জেলার লক্ষীপুর থানার ছোটমামদা গ্রাম থেকে কিশোরীটিকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত জয়নারায়ণ গড়েরীকে গ্রেফতার করেন।
নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে বৃদ্ধ লোকটি তার নাকে নেশাজাতীয় দ্রব্য ছিটিয়ে অচেতন করে অপহরণ করে নিয়ে গিয়েছিল। সেখানে তাকে ঘরে আটকে রেখে উপর্যপরি ধর্ষণ করে। মেয়েটির বয়ান রেকর্ড করার পর পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য তাকে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে নিয়ে যায়। সেই সঙ্গে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হলে ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।