অনলাইন ডেস্ক : শুক্রবার পঞ্চায়েত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু ঘটলো মহিলার। মৃত ময়নারুন্নেসা চৌধুরী ছিলেন সোনাই স্বাধীন বাজার জিপির দক্ষিণ মোহনপুর একাদশ খন্ডের বাসিন্দা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫।
জানা গেছে ময়নারুন্নেসা এদিন দুপুর দুটা নাগাদ বাড়িতে খাওয়া দাওয়া করে স্বাধীন বাজার হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে যান। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে তিনি ঢলে পড়েন। এই অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন পরিজনরা। কিন্তু হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি, পথেই তার মৃত্যু ঘটে।
ময়নারুন্নেসার স্বামী প্রয়াত সমূর উদ্দিন চৌধুরী ছিলেন স্বাধীন বাজার জিপির প্রাক্তন সহসভাপতি।মৃত্যুকালে ম য়নারুন্নেসা রেখে গেছেন দুই ছেলে ও দুই মেয়ে সহ অন্যান্য পরিজনদের।