অনলাইন ডেস্ক : নির্বাচনী “ডিউটি”তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে মৃত্যু ঘটলো স্বাস্থ্যকর্মীর। শিলচর হাইলাকান্দি রোড কাঠাল রোড মোড়ের বাসিন্দা মৃত নুরুল হক চৌধুরী(৫৫) স্বাস্থ্য বিভাগে “রুরাল হেলথ ইন্সপেক্টর” হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে,সোনাই নগদীরগ্রাম -দিদারখুশ জেলা পরিষদ এলাকার এক ভোটকেন্দ্রে পোলিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন নুরুল হক। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটা নাগাদ এই “ডিউটি”-তে যোগ দেবার জন্য রামনগর আইএসবিটিতে যেতে তিনি বাড়ি থেকে রওয়ানা হবার মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।ব্যাগ নিয়ে ঘর থেকে বের হওয়ার পরই পত্নীকে জানান,তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।পরিবারের লোকেরা তার পরিচর্যা শুরু করতে না করতেই তিনি ঢলে পড়েন।এই অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে।মেডিকেলে পৌঁছালে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রয়াত নুরুল হক রেখে গেছেন পত্নী ফানি বেগম চৌধুরী ও দশম শ্রেণীতে পাঠরত এক মেয়ে সহ অন্যান্য পরিজনদের। প্রতিবেশীরা জানিয়েছেন,নুরুল হক বিভিন্ন সামাজিক কাজকর্মে সবসময়ই অগ্রণী ভূমিকা নিতেন।তার মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এদিন বিকেলেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।