অনলাইন ডেস্ক : প্রশ্নটা ছিল পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সম্ভাবনা নিয়ে। ব্যাপারটা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করলেন বরাক উপত্যকায় তিনটি জেলা পরিষদ তো বটেই, সবকটি আঞ্চলিক পঞ্চায়েতও দখল করবে বিজেপি।
শনিবার হাতি ছড়ায় দলের নির্বাচনী সভায় বক্তব্য রাখার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মশকরা করে আরও বলেন, কংগ্রেসে নিলাম ডাকার মত করে অর্থ নিয়ে টিকিট বন্টন করা হয়েছে।যারা এভাবে টিকিট নিয়েছেন তারা নিতান্তই বোকা।কারণ ওই দলটা এক ডুবন্ত নৌকা,ওই দলের টিকিট নিয়ে জেতার কোনোও সম্ভাবনাই নেই। এরপর টিকিট বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ কে ঘিরে প্রদেশ কংগ্রেস যে তদন্তের কথা ঘোষণা করেছে এ নিয়েও মশকরা করে বলেন,ওদের তো সব কিছুই চলে সিন্ডিকেটের মাধ্যমে।একদল আগে টিকিট বন্টন করে অর্থ আদায় করেছে।এবার তদন্তের নামে পকেট ভরবে তদন্তকারীদের।
মুখ্যমন্ত্রী এদিন কংগ্রেস জমানায় নিযুক্তি নিয়ে দুর্নীতির যে অভিযোগ রয়েছে এ নিয়েও সরব হন।বলেন একেক জন এসিএস অফিসার নিযুক্তিতে কংগ্রেস জমানায় কোটি টাকারও লেনদেন হয়েছে।এর চেয়েও উদ্বেগ জনক ব্যাপার হল জাস্টিস বিপ্লব শর্মা কমিটি যে রিপোর্ট দিয়েছে এতে উল্লেখ করা হয়েছে,কংগ্রেসের জমানায় চাকরি পেতে মহিলারা ঘুষ দেওয়ার পাশাপাশি করতে বাধ্য হতেন আরও অনেক কিছু।