অনলাইন ডেস্ক : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা ( বাকস ) আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট অনুষ্ঠিত হল রবিবার। এদিন সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি রতন দেব, সচিব রবি হাজাম, অভিজিৎ ভট্টাচাৰ্য, কিঙ্কর দাস, শুভেন্দু দাশ, বিকাশ দে, অনির্বানজ্যোতি গুপ্তর উপস্থিতিতে এই ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ের পর দলগুলি এরকম -শিলচর নিউজ রকার্স – সত্যজিৎ শুক্লবৈদ্য, মোকসুদুল চৌধুরী, ইয়াসিন মজুমদার, গৌতম তালুকদার, বিজু চন্দ, যোগেশ দুবে, বিশ্বজিৎ দত্ত, বাপ্পা দাস, জাহির আব্বাস, গনেশ নন্দী, শ্যাম সিনহা, তাপস নাথ, কৌশিক দাস, মনোজ রায়।

প্যারামাউন্ট মিডিয়া চালেঞ্জার: নিরুপম দাস, সঞ্জীব সিং, কিষান মালা, প্রশান্ত বিকাশ রায়, দিলু দাস, মানসু সিনহা, ধ্রুবজ্যোতি মজুমদার, তাহের মজুমদার, অশোক রাজকুমার, শুভ্রাঙশু পাল, অভিজিৎ দেব, শিবশীষ ভট্টাচাৰ্য, সুব্রত দাস, প্রীতম দাস।
বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকর্স: আহাদুল আহমেদ, অনির্বান রায় চৌধুরী, দেবব্রত দাস, দিলওয়ার হোসেন, মুকুল দাস, রানু দত্ত, কানাই শুক্লবৈদ্য, মনীভূষণ চৌধুরী, পান্না সিনহা, জাকির হোসেন, ভোলা নাথ, নীলোৎপল দেব, দেবাশীষ দাস, অনিরুদ্ধ লস্কর।
অটল প্রেস ফাইটার: শুভেন্দু দাশ, দেবাশীষ সোম, সিদ্ধার্থ দাস, অনির্বান ভট্টাচাৰ্য, রাজেশ দাস, দিলীপ সিং, পীযুষ নাথ, অজিত দাস, চিরঞ্জিব নাথ, জয়দীপ দাস, রাজু নাথ, বাপন গোস্বামী, শিবানন্দ সিং, অমলাভ দাশ।