অনলাইন ডেস্ক : বাবার সঙ্গে ঝগড়া করে শিলচরে এসে যৌনাচারীর কবলে পড়লো নাবালিকা। এই ঘটনায় পুলিশ শিলচর সোনাই রোড থেকে গ্রেফতার করেছে বছর ১৯-এর এক পড়ুয়াকে।
ধৃত পড়ুয়া মূলত লক্ষ্মীপুর মহকুমার বাসিন্দা। শিলচর সোনাই রোডে থেকে এখানে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করে । বছর ১৭র নির্যাতিতা নাবালিকাও লক্ষ্মীপুর মহকুমার অন্য এক এলাকার বাসিন্দা।
নাবালিকার পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, গত ২৫ জানুয়ারি তাদের মেয়ে বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে শিলচরে চলে আসে। শিলচরে এসে তার “ইনস্টাগ্রাম ফ্রেন্ড” এক যুবকের সঙ্গে সাক্ষাৎ করে তাকে এখানে থাকার ব্যবস্থা করে দেবার অনুরোধ জানায়। তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই ওই “ইনস্টাগ্রাম ফ্রেন্ড”-এর পরিচিত অন্য এক কলেজ পড়ুয়া যুবক সেখানে হাজির হয়। সবকিছু শুনে সহমর্মিতা দেখিয়ে রাত কাটানোর ব্যবস্থা করে দেবার কথা বলে কলেজ পড়ুয়া যুবকটি নাবালিকাকে নিয়ে যায় সোনাই রোডে তার এক আত্মীয়ের বাড়িতে।
রাতে আত্মীয়ের বাড়িতে নাবালিকাকে শুতে দেওয়া হয় একা একটি ঘরে। সবাই ঘুমিয়ে পড়ার পর সুযোগ পেয়ে যুবকটি ওই ঘরে গিয়ে নাবালিকার উপর তার ইচ্ছার বিরুদ্ধে যৌনাচার চালায়। রাতে এই ঘটনার পর দিন নাবালিকাকে তার পরিবারের লোকেরা খুঁজে বের করেন। নাবালিকার কাছ থেকে সবকিছু জেনে তারা শিলচর থানায় দায়ের করেন এজাহার। এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ সোমবার রাতে সোনাই রোড থেকে গ্রেফতার করে যৌনাচারে অভিযুক্ত যুবককে।
গ্রেফতারের পর মঙ্গলবার যুবকটিকে পুলিশ আদালতে পেশ করে। আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয়েছে হাজতে।