নয়াদিল্লি, ২৯ আগস্ট : অবশেষে কংগ্রেসের সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিল দলের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা কংগ্রেস ওয়ার্কিং কমিটি। শতাব্দীপ্রাচীন দলটির নতুন সভাপতি বেছে নেওয়ার জন্য ভোট নেওয়া ১৭ অক্টোবর। ভোটগণনা হবে ১৯ অক্টোবর। এআইসিসি সূত্রে জানা গিয়েছে, দলের তরফে ২২ সেপ্টেম্বর নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২৪ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন জমা দেওয়া যাবে। সর্বসম্মতিক্রমে কেউ সভাপতি হিসাবে মনোনীত হলে, কিংবা একের বেশি প্রার্থী না থাকলে নির্বাচনের প্রয়োজন পড়বে না।
কংগ্রেসের তরফে কিছু দিন আগেই জানানো হয়েছিল, দলের নতুন সভাপতি বেছে নেওয়ার প্রক্রিয়ায় খানিক বিলম্ব হলেও অক্টোবরে পূর্ণ সময়ের এক জন সভাপতিকে বেছে নেবে কংগ্রেস। সেই মতোই ১৯ অক্টোবর (নির্বাচন হলে)-এর মধ্যেই জানা যাবে, সোনিয়া গান্ধীর পর কে হতে চলেছেন কংগ্রেসের সভাপতি। তবে নতুন সভাপতি গান্ধী পরিবারেরই কেউ হবেন, না কি তার বাইরে থেকে অন্য কাউকে দল সভাপতি হিসাবে বেছে নেবে, তা নিয়ে দলের অন্দরে এবং বাইরে নানা জল্পনা চলছে।
দু’দিন আগেই রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস ছেড়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। আজাদের দল ছাড়ার পরে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছিলেন, তাঁরা রাহুলকেই সভাপতি হওয়ার জন্য জোর করবেন। এরই মধ্যে জল্পনা ছড়িয়ে পড়ে গান্ধী পরিবারের আস্থাভাজন অশোক গেহলটকে সভাপতি হিসাবে বেছে নিতে পারে দল। গেহলট অবশ্য সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানান, তিনি রাহুলকেই সভাপতি হিসাবে দেখতে চান।