অনলাইন ডেস্ক : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল শতাধিক বসত বাড়ি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটল এক দম্পতির। বৃহস্পতিবার ভোরে এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় নাগাল্যান্ড ডিমাপুরের নাহারবাড়ি পেটলা কলোনিতে। অগ্নিকাণ্ড নজরে আসে এদিন ভোর সাড়ে ৩টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকাকে গ্রাস করে নেয়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ হেম্মে রিনা। তার স্বামী নিয়াতো’কে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় পূর্ব সিয়াং জেলার পাসিঘাটের বাকিন পেরটিন জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনিও। ডিমাপুরে অগ্নিকাণ্ড আগেও সংঘটিত হয়েছে। কিন্তু এবারের মতো বিধ্বংসী অগ্নিকাণ্ড আগে কখনও ঘটেনি বলে দাবি স্থানীয়দের। এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য। আপাতকালীন দল বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বণ্টন করছে ত্রাণ। আগুন লাগার কারণ অনুসন্ধানও চলছে জোরকদমে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কোনও নির্দিষ্ট কারণ চিহ্নিত করা যায়নি।