অনলাইন ডেস্ক : ডিমা হাসাও জেলায় ড্রাগসের বিরুদ্ধে পুলিশের লড়াই অব্যাহত রয়েছে। প্রতিদিনই পুলিশ অভিযান চালিয়ে ড্রাগস সহ ড্রাগস সরবরাহকারীকে গ্রেফতার করছে পুলিশ। ডিমা হাসাও জেলাকে ড্রাগস মুক্ত করতে পুলিশ জেহাদ ঘোষনা করার পর ও ড্রাগস সরবরাহকারীরা নতুন নতুন কৌশলে ড্রাগস সরবরাহ করছে পাহাড়ি জেলায়। ড্রাগসের স্বর্গ রাজ্য হিসেবে পরিনত হয়েছে এখন অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাও। পুলিশের এত অভিযানের পরও ড্রাগসের ব্যবসা রমরমিয়ে বেড়ে চলছে এই পাহাড়ি জেলাতে। শিলচর বদরপুর এসব জায়গা থেকে ড্রাগস এনে সরবরাহ করা হচ্ছে পাহাড়ি জেলায়। গত ৩ এপ্রিল হাফলঙে শিলচর-হাফলঙের মধ্যে চলাচলকারী একটি যাত্রীবাহী গাড়ী থেকে ৫১ গ্রাম হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করার পর মঙ্গলবার ডিএসপি বরকরি টেরনের নেতৃত্বে পুলিশ বাহিনী হাফলং সুমো কাউন্টারের কাছে অভিযান চালিয়ে ৯৬০ টি ট্রামাডল হাইড্রক্লোরাইড ট্যাবলেট সহ নাজির হুসেন লস্কর নামের এক ড্রাগস সরবরাহকারীকে গ্রেফতার করে হাফলং পুলিশ।
নাজির হুসেন লস্কর নামের এই সরবরাহকারী এই ট্যাবলেট গুলি শিলচর থেকে নিয়ে এসেছিল বলে জানিয়েছে। ধৃত এই সরবরাহকারী জানিয়েছে যে শিলচর থেকেই এসব নেশা জাতীয় সামগ্রী এখানে নিয়ে আসা হয়। উল্লেখ্য গত ৩ এপ্রিল শিলচর-হাফলঙের মধ্যে চলাচলকারী যে যাত্রীবাহী গাড়ীতে করে নিয়ে আসা হেরোইন সহ যে যুবকে পুলিশ গ্রেফতার করেছিল পুলিশ ওই যুবকের মোবাইল ট্রেস করে এবং এই মোবাইল থেকে ফোন করেই নাজির হুসেন লস্করকে ড্রাগস নিয়ে আসার জন্য ফোন করা হয়েছিল। আর সেইমত নাজির হুসেন লস্কর নামের ওই যুবক এই নেশা জাতীয় ট্রামাডল হাইড্রোক্লোরাইড ট্যাবলেট নিয়ে এসেছিল তখন ওত পেতে থাকা পুলিশ হাফলং সুমো স্ট্যান্ডের কাছেই গাড়ী থামিয়ে ওই ড্রাগস সরবরাহকারীকে নেশা জাতীয় ট্যাবলেট সহ গ্রেফতার করে। বর্তমানে ধৃত নাজির হুসেন লস্কর হাফলং পুলিশের হেফাজতে রয়েছে।