অনলাইন ডেস্ক : জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে বিশ্বের একনম্বর স্থানে পৌঁছে গেছে ভারত। গতকাল বুধবার রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। রিপোর্ট অনুযায়ী ভারতের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লক্ষ। রাষ্ট্রসঙ্ঘের এই রিপোর্টের পাশাপাশি “ইন্ডিয়ান সেন্সাস ডট কম” নামে ওয়েবসাইটে অসমের জনসংখ্যা নিয়ে যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে সে অনুযায়ী, বর্তমানে এরাজ্যে জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫৯ লক্ষ ৯৮ হাজার ৭৫২। এর মধ্যে বরাক উপত্যকার তিন জেলার মধ্যে কাছাড়ের জনসংখ্যা দাঁড়াচ্ছে ২০ লক্ষ ৩ হাজার ৩৬২, করিমগঞ্জের-১৪ লক্ষ ১৭ হাজার ৪১২ এবং হাইলাকান্দির জনসংখ্যা ৭ লক্ষ ৬০ হাজার ৫৬৪ ।
বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের পর “ইন্ডিয়ান সেন্সাস ডট কম” সম্ভাব্য যে পরিসংখ্যান তুলে ধরেছে সে অনুযায়ী, রাজ্যের প্রথম চারটি জনবহুল জেলার মধ্যে একটি হলো কাছাড়। পরিসংখ্যান অনুযায়ী এবছর রাজ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা হওয়ার কথা নগাওয়ে। তাদের হিসেব অনুযায়ী নগাও জেলার জনসংখ্যা ৩২,৫৭,৪৯৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ধুবড়ি (২২,৪৮,৬৬৪), তৃতীয় স্থানে থাকা শোনিতপুর জেলার জনসংখ্যা ২২,১৯,৬৫৩। এবং চতুর্থ স্থানে থাকা কাছাড়ের জনসংখ্যা ২০ লক্ষ,৩ হাজার ৩৬২।
প্রসঙ্গত ২০১১র লোক গণনার রিপোর্ট অনুযায়ী কাছাড়ের জনসংখ্যা ছিল ১৭,৩৬৬১৭। সেই হিসেবে
“ইন্ডিয়ান সেন্সাস ডট কম”-এর সম্ভাব্য পরিসংখ্যান ধরে হিসের কষলে ১২ বছরে কাছাড়ে জনসংখ্যা বেড়েছে ২ লক্ষ ৬৬ হাজার ৭৫৪। ২০১১র লোক গণনা রিপোর্ট অনুযায়ী করিমগঞ্জে জনসংখ্যা ছিল ১২ লক্ষ ২৮ হাজার ৬৮৬। আর সেন্সাস ডট কমএর রিপোর্ট অনুযায়ী এবার হওয়ার কথা ১৪লক্ষ ১৭হাজার৪১২। অর্থাৎ ১২ বছরে এই জেলায় জনসংখ্যা বেড়েছে ১ লক্ষ ৮৮হাজার ৭২৬। হাইলাকান্দিতে ২০১১ রং রিপোর্ট অনুযায়ী যেখানে জনসংখ্যা ছিল ৬ লক্ষ ৫৯ হাজার ২৯৬, সেখানে সেন্সাস বট কমের রিপোর্টে এ বছরের সম্ভাব্য পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে ৭ লক্ষ ৬০ হাজার ৫৬৪। এই হিসেবে হাইলাকান্দিতে ১২ বছরে জনসংখ্যা বেড়েছে ১ লক্ষ,১ হাজার ২৬৮। আর বরাকের এই তিন জেলা মিলিয়ে ২০১১র পর থেকে জনসংখ্যা বেড়েছে মোট ৫ লক্ষ,৫৬ হাজার ৭৪৮জন।
“সেন্সাস নেট কম”-এর রিপোর্টে রাজ্যের অন্যান্য জেলার এ বছরের সম্ভাব্য জনসংখ্যার যে হিসেব তুলে ধরা হয়েছে এরমধ্যে ডিমা হাসাওয়ে-২,৪৬,৯৮৮,চিরাং-৫,৫৬,
এসব পরিসংখ্যানের পাশাপাশি রিপোর্টে এবছর রাজ্যের সম্ভাব্য জনসংখ্যার যে পরিসংখ্যান (৩,৫৯,৯৮,৭৫২)তুলে ধরা হয়েছে, এর সঙ্গে ২০১১র লোক গণনার রিপোর্টের হিসেব তুলনা করলে দেখা যায় এই ১২ বছরে রাজ্যে লোকসংখ্যা বেড়েছে ৪৭ লক্ষ ৯৩ হাজার ১৭৬ জন। প্রসঙ্গত ২০১১র রিপোর্ট অনুযায়ী রাজ্যের লোক সংখ্যা ছিল ৩কোটি,১২ লক্ষ,৫ হাজার ৫৭৬ জন।