<nav class="nav-non-road-block adcls"><strong>অনলাইন ডেস্ক :</strong> তালিবান আছে তালিবানেই। চুরির শাস্তি হিসাবে চার জনের হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল আফগানিস্তানের বর্তমান শাসকের বিরুদ্ধে। কান্দাহারের আহমদ শাহি স্টেডিয়ামে মোট ন’জনকে শাস্তি দেওয়া হয়। তাঁদের কেউ চুরিতে অভিযুক্ত। কেউ আবার ‘বিকৃত’ যৌনতার দায়ে শাস্তি পেলেন। ভিড়ে ঠাসা স্টেডিয়াম। যেন কোনও প্রবল উত্তেজনাপূর্ণ খেলা শুরু হল বলে। কিন্তু যে সে খেলা নয়, এ এক ভয়ঙ্কর খেলা! গত মঙ্গলবার কন্দহরবাসী ভিড় করে এসেছিলেন আহমদ শাহি স্টেডিয়ামে। উপলক্ষ, ন’জনকে শাস্তি দেওয়ার অনুষ্ঠান। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টুইট করে জানিয়েছে, ‘‘সুপ্রিম কোর্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, মঙ্গলবার কন্দহরের আহমদ শাহি স্টেডিয়ামে ন’জন দোষীকে শাস্তি দেওয়া হয়েছে। তাঁরা চুরি এবং ‘বিকৃত’ যৌনতার ঘটনায় অভিযুক্ত।’’ স্থানীয় প্রাদেশিক গভর্নর হাজি জ়াইদ জানিয়েছেন, দোষীদের প্রত্যেককে ৩৫ থেকে ৩৯ বার চাবুক মারা হয়। তবে হাত কেটে নেওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে স্বীকার করা হয়নি।</nav>