অনলাইন ডেস্ক : স্কটল্যান্ডের ক্ষমতাসীন জাতীয়তাবাদী দল পাকিস্তানি ও কেনীয় বংশোদ্ভূত হামজা ইউসুফকে শীর্ষ পদে নির্বাচিত করছে। বুধবারই তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন। ইউসাফ স্বাধীনতার অঙ্গীকার করেছেন।স্কটল্যান্ডের ‘ফার্স্ট মিনিস্টার’-এর পদ গ্রহণ করতে চলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ । বারাক ওবামার পর কেনিয়ার সঙ্গে সম্পর্কিত এই নিয়ে তিন জন নেতা পশ্চিমা বিশ্বের শীর্ষ পদ পেতে চলেছেন। ব্রিটেনের অঙ্গরাজ্যের শীর্ষ পদ থেকে নিকোলা স্টার্জেন পদত্যাগ করার পর সোমবার ইউসাফ ক্ষমতাসীন স্কটিশ জাতীয় পার্টি এসএনপি-র প্রধান নির্বাচিত হন। মঙ্গলবার আঞ্চলিক সংসদ তাঁকে স্কটল্যান্ডের প্রধান নির্বাহীর পদেও নির্বাচন করতে চলেছে। সে ক্ষেত্রে তিনি বুধবার ‘ফার্স্ট মিনিস্টার’ বা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।