অনলাইন ডেস্ক : মনীষ সিসোদিয়াকে গ্রেফতারের প্রতিবাদে আম আদমি পার্টি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সোমবার শিলচরে অফিস পাড়ায় জেলা শাসককের কার্য্যালয়ে সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এদিন বিক্ষোভ চলাকালীন আম আদমি পার্টির কর্মকর্তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন, যেখানে সবার আগে গৌতম আদানিকে গ্রেফতার করা জরুরী সরকার তা না করে ভিন্ন দলের লোকেদের একের পর এক গ্রেফতার করে চলেছে। বিজেপি সরকার যেভাবে কাজকর্ম চালাচ্ছে তা স্বৈরতন্ত্র ছাড়া আর কিছু নয়। এর বিরুদ্ধে সবাই মিলে জোরদার প্রতিবাদ গড়ে তুলতে হবে।
বিক্ষোভ চলাকালীন উপস্থিত ছিলেন দলের কাছাড় জেলা কমিটির সভাপতি আনর হোসাইন লস্কর সহ -সভাপতি বাপ্পা রায়, কাছাড় জেলা সংখ্যা লঘু শক্তি কমিটির সভাপতি তাজ চৌধুরী, জেলা কমিটির কোষাধ্যক্ষ পবন বাল্মিকী, জেলা কমিটির মিডিয়া সমন্ময়ক ইমদাদুল হক, সহ সামসুজামান মজুমদার, সাহানুর লস্কর, সুদীপ দেব, আব্দুল বারি, সায়েদ মজুমদার, কামরুপ রুরেল ও দিপঙ্কর দাস সহ অন্যান্যরা।
এদিন বিক্ষোভ চলাকালীন আম আদমি পার্টির কর্মকর্তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন, যেখানে সবার আগে গৌতম আদানিকে গ্রেফতার করা জরুরী সরকার তা না করে ভিন্ন দলের লোকেদের একের পর এক গ্রেফতার করে চলেছে। বিজেপি সরকার যেভাবে কাজকর্ম চালাচ্ছে তা স্বৈরতন্ত্র ছাড়া আর কিছু নয়। এর বিরুদ্ধে সবাই মিলে জোরদার প্রতিবাদ গড়ে তুলতে হবে।
বিক্ষোভ চলাকালীন উপস্থিত ছিলেন দলের কাছাড় জেলা কমিটির সভাপতি আনর হোসাইন লস্কর সহ -সভাপতি বাপ্পা রায়, কাছাড় জেলা সংখ্যা লঘু শক্তি কমিটির সভাপতি তাজ চৌধুরী, জেলা কমিটির কোষাধ্যক্ষ পবন বাল্মিকী, জেলা কমিটির মিডিয়া সমন্ময়ক ইমদাদুল হক, সহ সামসুজামান মজুমদার, সাহানুর লস্কর, সুদীপ দেব, আব্দুল বারি, সায়েদ মজুমদার, কামরুপ রুরেল ও দিপঙ্কর দাস সহ অন্যান্যরা।