মৃত্যুঞ্জয় দাস
মিজোরামের সাইরাং সেতু বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। শুক্রবার দুপুরে অভিশপ্ত সেতুর নীচে চাপা পড়া অবস্থায় আরও একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। এ নিয়ে ভৈরবী-সাইরাং নির্মীয়মান রেলপথে অর্ধসমাপ্ত সেতু ভেঙে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, উদ্ধারকর্মীরা শুক্রবার দুপুরে এই শ্রমিকের দেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এদিকে, সেতু বিপর্যয়ের ঘটনার পরিদর্শন ও তদন্তে নেমেছেন রেলের পদস্থ আধিকারিকরা। গতকালই আইজল পৌঁছন রেলের এমআই অর্থাৎ মেম্বার ইনফ্রাস্ট্রাকচার আরএন সোনকর। রয়েছেন এনএফ রেলের সদর দফতর মালিগাঁও ও বদরপুর সাব ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিক জিএম কনস্ট্রাকশন, এরিয়া ম্যানেজার প্রমুখ। তাছাড়া, ঘটনার পরই বদরপুর থেকে রওয়ানা হওয়া চিকিৎসক সহ একটি মেডিক্যাল টিমও রয়েছে সেখানে। আহতদের চিকিৎসা চলছে আইজল সিভিল হাসপাতালে। দুর্ঘটনায় জখম তিনজন এখনও সেখানে চিকিৎসাধীন।