রাঁচি, ৩০ আগস্ট : খনি দুর্নীতি মামলায় প্রবল অস্বস্তিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশন রিপোর্ট পেশ করার পর থেকেই আশঙ্কা তৈরি হয়েছে, খারিজ হয়ে যেতে পারে তাঁর বিধায়ক পদ। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডের জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট সরকার বাঁচাতে বিধায়কদের এ বার ভিন্ রাজ্যে সরিয়ে নিলেন সোরেন।কংগ্রেসের তরফে সোমবার রাতেই একটি বেসরকারি উড়ান সংস্থার বিমানের সবগুলি আসন সংরক্ষণ করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে তাতে চড়েই পাশের রাজ্য ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে পাড়ি দেন তাঁরা।
এখনও রাজভবনে খামবন্দি হয়ে রয়েছে জেএমএম প্রধান হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ। বিজেপির দাবি, খনি লিজ মামলায় সোরেনকে দোষী সাব্যস্ত করে তাঁর বিধায়ক পদ খারিজের সিদ্ধান্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ ব্যাসকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। খনি লিজ দেওয়া মামলায় নিজের পদের অপব্যবহার করার অভিযোগে মুখ্যমন্ত্রী হেমন্তের বিধায়ক পদ খারিজের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপিই।
এই পরিস্থিতিতে শাসক জোটে ভাঙনের সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। তাঁদের মতে, এই পরিস্থিতি সাময়িক ভাবে সামাল দিতেই বিধায়কদের কংগ্রেস-শাসিত ছত্তিশগড়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হেমন্ত শিবির। মঙ্গলবার দুপুরে রাঁচিতে শাসক জোটের বিধায়কদের বৈঠক ডাকা হয়। সেখানেই বিধায়কদের রায়পুরে পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। এর আগে বিধায়কদের একজোট রাখতে শনিবার রাঁচি থেকে খুঁটি জেলার লতরাতু বাঁধে চড়ুইভাতি করতে গিয়েছিলেন হেমন্ত। কিন্তু তাতে যে ‘ফল’ মেলেনি তা এ দিনের পদক্ষেপে স্পষ্ট হল বলেই মনে করা হচ্ছে।
এদিকে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু ঘিরে সোমবার থেকেই উত্তপ্ত ঝাড়খণ্ড। শাহরুখ হোসেন নামে এক যুবকের বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ১৬ বছরের তরুণী। ‘শাস্তি’স্বরূপ তার গায়ে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই লড়ার পরে সোমবার মারা যান তরুণী। ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঝাড়খণ্ডের দুমকা। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় মৃতার বাবাকে। এদিকে ঝাড়খণ্ডে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি নেতারা। এই পরিস্থিতিতে হেমন্ত সোরেন ও তাঁর জেএমএম-কংগ্রেস বিধায়কদের রাজ্যছাড়া হওয়ার ঘটনায় বিতর্ক আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।