শ্রীনগর, ১৯ আগস্ট : কাশ্মীর উপত্যকায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা মহা আড়ম্বরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উৎসব পালন করেছেন। এই উপলক্ষে শুক্রবার শ্রীনগরে কাশ্মীরি পণ্ডিতরাও শোভাযাত্রা বের করেন। মধ্যরাত থেকে মন্দিরগুলোতে শুরু হয় শ্রীকৃষ্ণের জন্মের প্রস্তুতি। শুক্রবার দিনভর ছিল পূজার্চনা।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শ্রীনগরের লোকেরা, বিশেষ করে কাশ্মীরি পণ্ডিতদের শিশুরা শ্রীকৃষ্ণ, রাধা এবং গোপীদের ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয়। টাঙ্কিপোড়া এলাকার কাঁঠালেশ্বর মন্দির থেকে শুরু হয়ে মিছিলটি কড়া নিরাপত্তার মধ্যে হাব্বাকাদল, গণপতিয়ার, বারবার শাহ, রিগাল চক, লাল চক, হরি সিং হাই স্ট্রিট এবং জাহাঙ্গীর চক হয়ে যায়। বিপুল সংখ্যক কাশ্মীরি পণ্ডিত ভগবান শ্রীকৃষ্ণের ভজন গেয়েছেন।
কাশ্মীরের হিন্দু ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি চুন্নি লাল সমগ্র মানবতার শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন। তিনি বলেন, কাশ্মীরের জনগণের মধ্যে ঐতিহ্যগত ভ্রাতৃত্ব শতাব্দী ধরে শান্তিপূর্ণভাবে বিকাশ লাভ করেছে। এই উপলক্ষ্যে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের অভিনন্দন জানিয়েছেন।