অনলাইন ডেস্ক : মাঘের শীত পড়েছে জমিয়ে। উত্তরভারতে শীতের চেহারাটা ভয়ংকর হলেও পূর্বভারতে তা অনেকটাই মোলায়েম। এ সময় আবার বিয়ের মরসুম; তাই চারদিক থেকে অনেক নিমন্ত্রণ আসতে থাকে। আর বিয়েবাড়ি মানেই খুব জমকালো সাজগোজ। কিন্তু শীতের সন্ধ্যায় ভারি ভারি সোয়েটার-চাদর চাপালেই তো ফ্যাশন মাটি!!! না, এমনটা ভাবার কোন কারণ নেই। আজ আপনাদের জন্য রইল শীতের বিয়েবাড়িতে সাজগোজের বিশেষ কিছু টিপস, যা ফ্যাশন দুরস্তও, আবার ঠাণ্ডার হাত থেকেও আপনাদের সুরক্ষা জোগাবে।
১) শীতের বিয়েবাড়ির জন্য বাছতে হবে ভারি পোশাক। তা সে শাড়ি, চুড়িদার যাই হোক না কেন? যাঁরা শাড়ি পরতে ভালোবাসেন, তাঁরা পরতে পারেন সিল্কের ওপর ভারি কাজ করা বিভিন্ন প্রদেশের শাড়ি। যেমন—তসর, পশমিনা, কাঁথাস্টিচ, গাদোয়াল কিংবা আসামসিল্ক শাড়ি। এই শাড়িগুলোতে আপনি যতটা অনন্যা হয়ে উঠবেন, ঠিক ততটাই ঠাণ্ডার হাত থেকে রক্ষা পাবেন।
২) শাড়ির সঙ্গে ব্লাউজ হিসেবে পরতে পারেন হাইনেক স্কিভি। ম্যাচিং না হলেও অসুবিধে নেই; কনট্রাস্ট পরলে আরও ভালো। বেশি ঠাণ্ডা লাগার সমস্যা যাঁদের, তাঁরা এর বদলে ক্রপড̖ সোয়েটারও পরতে পারেন। দেখতে উলেন ব্লাউজের মতো লাগবে আর বেশ আরাম বোধ করবেন।
৩) যাঁরা শাড়ি পরতে অভ্যস্ত নন, তাঁরা পরতে পারেন জমকালো চুড়িদার। জরি বা সুতোর ভারি কাজ করা ফুলহাতা বা থ্রি কোয়ার্টার কামিজ সহ চুড়িদার পরলে শীতের জন্যও আরামদায়ক হবে আবার বিয়েবাড়িতেও মানাবে ভালো। সঙ্গে ওড়নার বিকল্প হিসেবে যদি সুন্দর সুতোর কাজ করা শাল পরেন, তা হলে তো কথাই নেই।
৪) আজকাল বিয়েবাড়িতে লেহেঙ্গার খুব চল হয়েছে। সিল্কের উপর জরি ও স্টোনের ভারি কাজ করা এই পোশাক শীতকালের বিয়েবাড়িতেই বেশি উপযুক্ত। সঙ্গে ওড়নার বদলে নিতে পারেন সুন্দর কাজ করা নরম শাল।
মনে রাখবেন, ঋতুর সঙ্গে মানিয়ে পোশাক পরাটাই ফ্যাশনের মূল কথা। তাই শীতকালে শীতের পোশাক পরাটাই শোভনীয়। উপরে গরম কিছু না পরে শুধুমাত্র হাল্কা পাতলা শাড়ি ও ছোট ব্লাউজ পরলে তা শীতের বিয়েবাড়িতে বড়ই বেমানান লাগবে।
৫) গয়নার ক্ষেত্রে খেয়াল রাখবেন, অযথা বেশি বেশি গয়না পরে নিজের ব্যক্তিত্বকে আচ্ছন্ন করে ফেলবেন না। ভারি কাজ করা জমকালো পোশাকের সঙ্গে কানে ভারি দুল মানাবে, কিন্তু গলা খালি রাখবেন। হাইনেক স্কিভি বা সোয়েটারের ক্ষেত্রেও তাই। অর্থাৎ গলায় কোন গয়না থাকবে না। ফুলস্লিভ পোশাক পরে থাকলে হাতে চুড়ি-বালা এসবের কোন দরকার নেই। বরং দু হাতের একটি করে আঙুলে দুটি বড় সাইজের আংটি পরতে পারেন।
এ তো গেল মহিলাদের কথা। পুরুষরাই বা বাদ যাবেন কেন? এখনকার পুরুষেরা রীতিমত ফ্যাশন- সচেতন। তাই শীতের বিয়েবাড়িতে তাঁদের জন্যও রইল সাজগোজের দু একটি টিপস।
১) ভারতীয় ঐতিহ্যবাহী সাজই বিয়েবাড়ির জন্য আদর্শ। সে ক্ষেত্রে পুরুষেরা পরতে পারেন কুর্তা ও নেহেরু জ্যাকেট। মনে রাখবেন, কুর্তা যেন বেশি রঙচঙে না হয়। মিরর ওয়ার্কের কুর্তাও এড়িয়ে চলুন। ইচ্ছে করলে জিন্সের সঙ্গেও কুর্তা চলতে পারে। এতে শীত থেকেও কিছুটা রেহাই পাওয়া যাবে। কুর্তার তলায় হাল্কা ও গরম ইনার পরে নিলে আরও আরমদায়ক হবে।
২) যারা ওয়েস্টার্ন পোশাক বেশি পছন্দ করেন, তাঁদের জন্য শীতের বিয়েবাড়িতে কোট-প্যান্ট হল সবচেয়ে ভালো পোশাক। এই পোশাকে যেমন ঠাণ্ডা কম লাগবে, তেমনি আপনাকে দেখতে লাগবে স্মার্ট ও ফ্যাশনেবল।