অনলাইন ডেস্ক : শিলচর সেন্ট্রাল জেলে উদ্ধার হল বন্দির ঝুলন্ত মৃতদেহ। পিন্টু রাজপুত (২৭) নামে ওই বন্দি ছিলেন নতুন কাঞ্চনপুরের বাসিন্দা।
গরু চুরি মামলায় পিন্টু গত ৬ ফেব্রুয়ারি থেকে বিচারাধীন বন্দি হিসেবে বন্দি ছিলেন সেন্ট্রাল জেলে। জেলের এক সূত্র জানান, শুক্রবার সকালে পিন্টু সবার অগোছরে জেলের ভেতর একটি পরিত্যক্ত সেলে গিয়ে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে পড়েন। পরবর্তীতে অন্যান্যদের নজরে আসার পর খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশের এক সূত্র জানিয়েছেন,প্রাথমিকভাবে ঘটনাটাকে আত্মহত্যা বলেই মনে হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এনিয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে।