অনলাইন ডেস্ক : শিলচরের পাসপোর্ট সেবাকেন্দ্রে পাসপোর্ট প্রত্যাশীদের প্রচুর আবেদন পড়ে রয়েছে। প্রায় সাড়ে আট হাজার আবেদন এখনও বাকি। ফলে বরাক উপত্যকার মানূষের এ নিয়ে প্রবল সমস্যা হচ্ছে। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীনে প্রায় সাড়ে চার হাজার পাসপোর্ট আবেদনকারীদের দরখাস্ত পড়ে রয়েছে। বাকি চার হাজার আবেদনকারী শিলচর লোকসভা কেন্দ্রের।
এই সমস্যার সুরাহা করার জন্য শনিবার কেন্দ্র সরকারের বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহের সঙ্গে দেখা করেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। সেখানে উপত্যকার মানুষের শিলচর পাসপোর্ট সেবাকেন্দ্রে এভাবে আবেদন ঝুলে থাকার জন্য গুয়াহাটি গিয়ে আবেদন করতে হচ্ছে। এসব বিষয়ে বিস্তারিত বিদেশ প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন তিনি। রাজদীপ জানাচ্ছেন, ‘রাজকুমার রঞ্জন সিংহ সবকিছুই ভালভাবে শুনেছেন। তিনি আমায় আশ্বাস দিয়েছেন অতি শীঘ্রই এই সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।’