অনলাইন ডেস্ক : চুরি হলো শিলচর শহরের প্রানকেন্দ্র পার্ক রোডে অবস্থিত জানিগঞ্জ পাঠশালায়। তবে চোরের অভিযান একদিনই সীমাবদ্ধ থাকেনি, রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে পরপর দুদিন হানা দিয়ে হাতিয়ে নিয়ে গেছে অনেক কিছু।
পার্ক রোডে মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার কার্যালয়, শিলচর সংগীত বিদ্যালয়, শিশুবিতান স্কুল এসবের পাশেই রয়েছে জানিগঞ্জ পাঠশালা। স্কুলের কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, প্রথম চুরি হয় বুধবার রাতে। বৃহস্পতিবার সকালে তারা স্কুলে পৌঁছে দেখেন জানালা ভাঙ্গা। এবং ভেতরে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এলোমেলোভাবে। দেখা যায় স্কুল ভবনের ভেতর থেকে চুরি হয়েছে সাতটি সিলিং ফ্যান, তিনটি ফিল্টার সহ অন্যান্য মূল্যবান সামগ্রী। এ নিয়ে পুলিশকে জানানো হলে বৃহস্পতিবার পুলিশ তদন্ত চালায়। তবে দুঃসাহসী চোর বা চোরের দল খুব সম্ভবত প্রথম দিনের অভিযানে ফ্যান, ফিল্টার এসব হাতিয়েও সন্তুষ্ট হয়নি। তাই হানা দেয় বৃহস্পতিবার রাতেও। ওই রাতেও একই ভাবে হাতিয়ে নিয়ে যায় অনেক সামগ্রী। শুক্রবার সকালে দেখা যায় বুধবার রাতের চুরির পর বেঁচে যাওয়া বেসিন সহ অন্যান্য কিছু সামগ্রীও গায়েব। অর্থাৎ বৃহস্পতিবার রাতে ফের হানা দিয়ে এসব হাতিয়ে নিয়ে গেছে চোর।
পরপর দুদিন এভাবে স্কুলে চুরির ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের। এলাকাবাসী প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। কিভাবে চোর এতোটা দুঃসাহসী হয়ে উঠতে পারে তা ভেবে উঠতে পারছেন না কেউই।
পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, চুরির ঘটনা নিয়ে তদন্ত চলছে। পুলিশের সূত্রটি আশা ব্যক্ত করেন শীঘ্রই চোরকে পাকড়াও করা সম্ভব হবে।