অনলাইন ডেস্ক : শনিবার রাতে লালছড়া চা বাগানে এক ভয়়ঙ্কর বাইক দুর্ঘটনায় দুই যুবকের করুণ মৃত্যু হয়েছিল। অপর এক আরোহী অমৃত লাল ভরের ও আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো। এতে ঐ দূর্ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো তিন। ঘটনার দিনেই মৃত্যু হয়েছিল রমেশ রবিদাস ও গৌতম ভর নামের দুই যুবকের। রমেশ রবিদাসের বাড়ি ভেটারবন্দ ও গৌতম ভরের বাড়ি চেরাগী বলে জানা গেছে। আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো লালছড়া চা বাগানের অমৃত লাল ভরের। অমৃত লাল গৌতমের ভগ্নিপতি।
জানা গেছে শনিবার রাতে নম্বরপ্লেট বিহীন একটি নতুন হোণ্ডা মোটরসাইকেলে চড়ে তিন জন দুল্লভছড়া হতে ফানাই চা বাগানের দিকে যাচ্ছিলেন। কিন্তু লালছড়া চা বাগানের দূর্গা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের দেয়ালে সজোরে ধাক্কা মারেন তাঁরা। এতে তিনজনই ছিটকে পড়েন পাকা সড়কের উপর। ঘটনার পর মূহুর্তেই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ১০৮ এম্বুলেন্সে দুল্লভছড়া মডেল হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই রমেশ রবিদাস ও গৌতম ভরের মৃত্যু হয়। অপর বাইক আরোহী অমৃত লাল ভরের অবস্থা সংকটজনক থাকায় তাঁকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও শেষ রক্ষা আর হয়নি । প্রথমদিন দুজন এবং আজ তৃতীয় জনের মৃত্যুর খবরে লালছড়া এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।