অনলাইন ডেস্ক : লক্ষীপুর থানা এলাকার তলেনগ্রামে বাইক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। বুধবার দুপুরে এই দুর্ঘটনা সংঘটিত হয়। রিয়াজুল রহমান চৌধুরী ও মজিবুর রহমান চৌধুরী নামের দুই যুবক বাইক নিয়ে লক্ষীপুর অভিমুখে যাওয়ার পথে তলেনগ্রামে পৌছার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা এক গাছের মধ্যে সজোরে ধাক্কা মারেন। বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল বলে জানা যায়। এই দূর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন রিয়াজুল রহমান চৌধুরী (২১) নামের যুবক। তার বাড়ি পূর্ব গোবিন্দপুর দ্বিতীয় খন্ড গ্রামে। পিতার নাম তম্বা রহমান চৌধুরী। তিনি পেশায় নাগাল্যান্ড রাজ্যের পুলিশ কর্মী। আহত যুবক বাঁশকান্দি করইকান্দির ছইদুর রহমান চৌধুরীর পুত্র মজিবুর রহমান চৌধুরী (২০)।