অনলাইন ডেস্ক : “হম ভি হ্যায় জোশ মে”-প্রচার পর্বের শেষেরভাগে মঙ্গলবার এই ভাব নিয়ে যেন শিলচরে শক্তি প্রদর্শন করল কংগ্রেস।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে নিয়ে বিজেপির শহর মাতানো “রোড শো” এবং দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে নিয়ে তৃণমূল কংগ্রেসের জমজমাট নির্বাচনী সভার পর কংগ্রেস কেন এতোটা নিষ্প্রভ, এ নিয়ে ভোটারদের মধ্যে স্বাভাবিকভাবেই উঠছিল নানা প্রশ্ন। তবে এদিন গৌরব গগৈকে নিয়ে জমজমাট “রোড শো” করে কংগ্রেস সব প্রশ্ন ও জল্পনাকল্পনাকে যেন অনেকটাই দূরে ঠেলে দিল। আগামী ২৬ এপ্রিল শুক্রবার শিলচরে ভোট গ্রহণ করা হবে। এর প্রচারপর্ব শেষ হচ্ছে আগামীকাল বুধবার বিকেলে। এর আগে মঙ্গলবার বিকেলে গৌরব গগৈর “রোড শো”-মাতিয়ে গেল শহর শিলচরকে।
কংগ্রেসের তরুণ তুর্কি এই নেতা এবার রাজ্যে যোরহাট আসনে ভোটে দাঁড়িয়েছেন। সেখানে ইতিমধ্যে ভোট গ্রহণ হয়ে গেছে। নিজের আসনে ভোটগ্রহণ শেষ হয়ে যাওয়ায় গৌরব এদিন শিলচরে আসেন দলের প্রার্থী সূর্যকান্ত সরকারের হয়ে প্রচার চালাতে। গৌরবের “রোড শো” শুরু হয় বিকেল ৩টে ৫০ মিনিট নাগাদ পার্ক রোডে দলীয় কার্যালয় ইন্দিরা ভবনের সামনে থেকে। এতে সামিল হবার জন্য দুপুর থেকেই ইন্দিরা ভবন ও আশপাশ এলাকায় জমায়েত হতে থাকেন দলের নেতা-কর্মী ও সমর্থকরা। গৌরব পৌঁছাতেই শুরু হয়ে যায় যাত্রা। আয়োজক জেলা কংগ্রেসের কর্মকর্তারা গৌরবের জন্য একটি বোলেরো পিকআপ ভ্যানকে সাজিয়ে রেখেছিলেন। তবে গৌরব এতে চড়তে রাজি হননি। তিনি দলের বেশ কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এগোতে থাকেন। বিশাল বহরের”রোড শো” বা মিছিল যত এগুতে থাকে, কর্মী সমর্থকরা ততই স্লোগানবাজি ও নৃত্যে সরগরম করে তুলতে থাকেন হাওয়া। গান্ধীবাগের সামনে দিয়ে এসে সেন্ট্রাল রোড হয়ে এগোতে থাকা “রোড শো” এ গৌরবের সঙ্গে ছিলেন প্রার্থী সূর্যকান্ত সরকার, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, আমিনুল হক লস্কর সহ অন্যান্যরা। গৌরবকে দেখতে রাস্তার দু’পাশে পথ চলতি লোকেদের মধ্যেও বেশ উৎসুক্য লক্ষ্য করা যায়। গৌরবও হাত নাড়িয়ে তাদের অভিবাদন জানাতে থাকেন।
পথ চলতে চলতেই গৌরব সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সূর্যকান্ত সরকারকে উপযুক্ত প্রার্থী বলে উল্লেখ করে বলেন, এদিন “রোড শো”-এ যে সমাগম ঘটেছে, এ থেকে এটাই প্রতিফলিত হয়েছে যে সূর্যকান্তর জয় নিশ্চিত। আর তৃণমূল কংগ্রেস শিলচরে প্রার্থী দিয়ে স্রেফ সময়ের অপচয় করছে বলে উল্লেখ করেন তিনি। গৌরব এদিন অভিযোগ করেন, এবার বিজেপি ফের ক্ষমতায় এলে অনুসূচিত জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থাই উঠিয়ে দেবে। সঙ্গে তিনি দাবি করেন, নির্বাচন পর্ব যতই এগোচ্ছে, সারা দেশে ততই ভালো হচ্ছে কংগ্রেসের অবস্থা।
“রোড শো” গন্তব্যস্থল রাঙ্গিরখাড়ির কাছাকাছি পৌঁছার পর হঠাৎ করে বৃষ্টি নামতে শুরু করে। তবে এর মাঝেও গৌরব এবং পথ চলায় তার সঙ্গীরা রাঙ্গিরখাড়িতে পৌঁছার পরই যাত্রার সমাপ্তি ঘটে।
এদিনের এই কার্যসূচি শেষে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ও প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায়, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যারা “রোড শো”-এ যোগ দিয়েছেন তাদের ধন্যবাদ জানান। তারা জানান, আশা করছিলেন, “রোড শো” -এ সমাগম হবে ২০ হাজারের মতো লোকের। তবে শেষ পর্যন্ত তাদের এই আশা ছাপিয়ে সমাগম ঘটেছে প্রায় ২৫ হাজারের। এটা দলের জন্য শুভ লক্ষণ বলে দাবি করেন তারা।