অনলাইন ডেস্ক : শনিবার নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, রান্নার গ্যাসের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রেশন কার্ড থাকা মহিলারা এবার থেকে প্রতিমাসের ৬০০ টাকায় রান্নার গ্যাস পাবেন। এছাড়া অক্টোবর মাস থেকে চালের সঙ্গে ডাল, লবণ সহ অন্যান্য সামগ্রী রেশন কার্ডের মাধ্যমে দেওয়া হবে।মুখ্যমন্ত্রী এদিন জানান, রেশন কার্ডের মাধ্যমে শুধুমাত্র চাল-ডাল নয়, স্বাস্থ্য বীমা থেকে শুরু করে বিনামূল্যের শিক্ষার পরিষেবা দেওয়া হচ্ছে। অতীতে কোনো সরকার এমনটা ভাবেনি। তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় মায়েরা আমাকে রান্নার গ্যাসের দাম নিয়ে অনেক কথা বলেন। তাদের কথা মাথায় রেখে এবার সিদ্ধান্ত নিয়েছি, শুধুমাত্র রেশন কার্ড থাকা মহিলাদের জন্য এবার থেকে ৬০০ টাকায় রন্ধন গ্যাস দেওয়া হবে।’