অনলাইন ডেস্ক : অসম রনজির মূল দলে স্থান করে নিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটার রাহুল সিং। এক বিবৃতিতে অসম ক্রিকেট আ্যসোসিয়েশন (এসিএ)-র সিইও প্রীতম মহন্ত জানান, রিয়ান পরাগের নেতৃত্বাধীন অসম রাজ্য দল ছত্তিশগড় ও কেরালার বিরুদ্ধে মোকাবিলা করবে। আগামী ৫ জানুয়ারি রায়পুরে ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে রাজ্য দল। পরের ম্যাচ হবে গুয়াহাটিতে। কেরালার বিরুদ্ধে, ১৫ জানুয়ারি থেকে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটার রাহুল অবশ্য রনজির নিয়মিত সদস্য। তবে গত কয়েকটি মরশুমে দলে থাকলেও প্রথম একাদশে জায়গা পাননি। অবশ্য ওয়ানডে এবং টি টোয়েন্টি ফরম্যাটে একাদশে নিয়মিত খেলছেন। এদিকে, দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে শিলচরকে পেস বোলার দিবাকর জোহরি এবং উইকেট কিপার অভিষেক ঠাকুরিকে।
ঘোষিত দল এরকম: রিয়ান পরাগ (অধিনায়ক), আকাশ সেনগুপ্ত, রাহুল হাজরিকা, ঋষভ দাস, স্বরূপম পুরকায়স্থ, ডেনিশ দাস, বিশাল রায়, মৃন্ময় দত্ত, সুনীল লাচিত, রাহুল সিং, সিদ্ধার্থ শর্মা, মুক্তার হোসেন, কুনাল শর্মা, কুনাল শইকিয়া (উইকেট রক্ষক), সুমিত গাড়িগাওকর (উইকেট রক্ষক)। স্ট্যান্ডবাই: সাহিল জৈন, শুভম মণ্ডল, আবির চক্রবর্তী, রোশন আলম, ধরণী রাভা , দিবাকর জোহরি ও অভিষেক ঠাকুরি। প্রধান কোচ: ট্রেভর গঞ্জালভেস, কোচ: শুভ্রজিৎ শইকিয়া, কোচ কাম ম্যানেজার আর কে যাদব, প্রশিক্ষক: ভাস্কর বরা, ফিজিও: বেশহাম প্রতাপ সিংহ।