অনলাইন ডেস্ক : যাত্ৰীদের স্বাচ্ছন্দ্য প্রদানে যত্নশীল হতে জেলা পরিবহণ আধিকারিক (ডিটিও)-দের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। সোমবার জনতা ভবনে মুখ্যমন্ত্ৰীর কার্যালয় সভাকক্ষে হিমন্ত বিশ্ব শৰ্মার পৌরোহিত্যে বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, মুখ্যমন্ত্ৰীর প্ৰধানসচিব সমীরকুমার সিনহা, পরিবহণ-সচিব আদিল খান প্ৰমুখ বিভাগীয় অন্য উচ্চপদস্থ আধিকারিক এবং নবনিযুক্ত যানবাহন পরিদৰ্শকদের উপস্থিতিতে ডিটিওদের সঙ্গে এক পৰ্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পরিবহণ বিভাগ কর্তৃক জনসাধারণ তথা যাত্রীকুলের শারীরিক উপস্থিতিবিহীন পরিষেবা কেমন উপকৃত করছে, জনসাধারণের ওজর-আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রে গৃহীত ব্যবস্থাবলী, বিগত দিনে গাড়ির পঞ্জিয়নের সংখ্যা, রাজস্ব সংগ্ৰহ, পুরনো যানবাহন নষ্ট করার ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিস্তারিত পৰ্যালোচনা করা হয়েছে। তছাড়া বৈঠকে পথ সুরক্ষার বিষয়ও গুরুত্ব সহকারে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে মুখ্যমন্ত্ৰী জনসাধারণের যে কোনও ওজর-আপত্তি তাৎক্ষণিকভাবে সমাধান করতে জেলা পরিবহণ আধিকারিকদের নিৰ্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, জনসাধারণ যা ঘরে বসে পরিবহণ বিভাগের পরিষেবাগুলি লাভ করতে পারেন, তার প্রতি লক্ষ্য রেখে গোটা প্ৰক্ৰিয়া ডিজিটেলাইজেশন করা হয়েছে। এই পরিষেবাগুলি স্বয়ংক্ৰিয়ভাবে শারীরিক উপস্থিতি ছাড়া জনসাধারণ নিশ্চিতভাবে লাভ করতে পারেন, সে ব্যাপারে সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্ৰী ডিটিওদের নিৰ্দেশ দিয়েছেন।
পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্ৰী বিগত দিনে রাজ্যে সংঘটিত শোকাবহ দুৰ্ঘটনাবলির কারণ বিশ্লেষণ করার পাশাপাশি ইতিমধ্যে রাজ্য পথ সুরক্ষা সমিতি কর্তৃক শনাক্তকৃত ঘন ঘন দুৰ্ঘটনাগ্রস্ত স্থানগুলিতে প্ৰয়োজনীয় পদক্ষেপ গ্ৰহণ করতে প্ৰত্যেক জেলা পরিবহণ আধিকারিককে নিৰ্দেশ দিয়েছেন। বৈঠকে জেলা পরিবহণ আধিকারিকদের যানবাহন আইন কঠোরভাবে পালন করতে বলেছেন। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান তীব্ৰতর করারও নিৰ্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অসমে যে সব বহিঃরাজ্যের পঞ্জিয়নভুক্ত গাড়ি চলছে, সে সব গাড়ির বিরুদ্ধেও ব্যাপক অভিযান চালাতে হবে। পাশাপাশি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে পঞ্জিয়ন-বিহীন এবং বিমা-বিহীন ডাম্পারগুলির বিরুদ্ধে বিহীত ব্যবস্থা গ্ৰহণ করতেও মুখ্যমন্ত্ৰী ডিটিওদের কড়া নিৰ্দেশ দিয়েছেন।
এছাড়া অসমে দুৰ্ঘটনার হার রোধ করতে মদ্যপান করে গাড়ি চালানো, হেলমেট না পরে দু চাকার যান চালানো, সিটবেল্ট না বেঁধে গাড়ি চালক সহ যানবাহন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে জেলা পরিবহণ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী। এছাড়া রাজ্যের থানাগুলিতে বাজেয়াপ্তকৃত যানবাহনগুলি ৯০ দিন অতিক্রান্ত হওয়ার পর বিভাগীয় মন্ত্ৰীর সঙ্গে আলোচনা করে নিলামের ব্যবস্থা করতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।