অনলাইন ডেস্ক : স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাবুগঞ্জ শাখার ম্যানেজার কুলদীপ দাশগুপ্তের মৃত্যুর ঘটনায় এবার পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করল ব্যাঙ্কের চতুর্থ শ্রেণীর কর্মী শিবু নাথকে। জানা গেছে, শুক্রবার বিকেলে শিবুকে সোনাই থানায় ডেকে নিয়ে আসা হয়। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় দীর্ঘক্ষণ ধরে। পুলিশের এক সূত্র জানান, এ পর্যন্ত জিজ্ঞাসাবাদে শিবু ঘটনার সঙ্গে তার কোনও সংযোগ থাকার কথা অস্বীকার করেছেন। শিবুর বয়ান অনুযায়ী, তিনি এক চতুর্থ শ্রেণীর কর্মী, তাই ম্যানেজার কুলদীপ দাশগুপ্তের সঙ্গে তার খুব একটা সংযোগই ঘটতো না। আর তার বিরুদ্ধে লোন সম্পর্কিত ফাইল সরানোর যে অভিযোগ উঠেছে তাও মানতে রাজি হননি তিনি।
শিবু এভাবে সব অভিযোগ অস্বীকার করলেও পুলিশ এই মুহূর্তে তার কথা পুরোপুরি বিশ্বাস করতে রাজি হচ্ছে না। ধৃত চিফ ম্যানেজার (অডিট) যোগেন্দ্র পান্ডের সঙ্গে তার কোনোও সংযোগ ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে তা। পুলিশের সূত্রটি জানান এর জন্য শিবুর মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, কুলদীপের মৃত্যুর পর তার মা অলকা দাশগুপ্ত যে এজাহার দায়ের করেছেন এতে যোগেন্দ্র পান্ডে ছাড়াও অভিযুক্ত করেছেন নরসিংপুরের বাসিন্দা শিবুকে। রাতে এ সংবাদ লিখা পর্যন্ত সোনাই থানায় আটকে শিবুকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।