অনলাইন ডেস্ক : বিভিন্ন জাতি-জনগোষ্ঠিকে সঙ্গে নিয়ে বুধবার শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। এদিন শিলচরস্থিত দলীয় কার্যালয় থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। দলীয় পতাকা হাতে নিয়ে প্রায় সহস্রাধিক লোকের উপস্থিতি গোটা শহরকে বর্ণময় করে তোলে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন সূর্যকান্ত সরকার।
পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের শীর্ষ নেতা সহ কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত জানান, শাসক দল কংগ্রেসকে ভয় পেয়ে পুলিশের মাধ্যমে বিভিন্নভাবে বাঁধা দেওয়ার চেষ্টা করেছে। শহরের চারদিকে জানজট সমস্যার সৃষ্টি করেও কংগ্রেসের রেলীকে আটকাতে পারেনি শাসক দল। বিজেপির মনে ভয় আছে বলেই খোদ মুখ্যমন্ত্রীকে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে শিলচরে আসতে হয়েছে। শিলচর লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের মনোনয়নপত্র জমা দিতে যেভাবে সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এতে হয়তো বিজেপির শিলচর আসন জয়ী হওয়ার স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থাকবে বলে দাবি করেছেন দলের প্রার্থী সহ নেতারা। শিলচর আসনে সূর্যকান্ত সরকারের জয় প্রায় নিশ্চিত। এখন অপেক্ষা শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক এই নির্বাচনী উৎসবে বিভিন্ন দল একে অপরকে জড়িয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করলেও বুধবার মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়ায় শিলচরের অফিসপাড়া এলাকা জমে ওঠে।