অনলাইন ডেস্ক : ভগবান শ্রীকৃষ্ণ অসমের ‘জামাতা’। কুরুক্ষেত্রে ‘আন্তর্জাতিক গীতা মহোৎসব’-এর অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে একথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ‘আন্তর্জাতিক গীতা মহোৎসব’-এর অনুষ্ঠানে শ্রীমদভাগবৎ গীতার মহাকাব্যিক তত্ত্ব বর্ণনা করতে গিয়ে এর সঙ্গে অসমের গভীর সাংস্কৃতিক সংযোগ রয়েছে বলে নানা ঘটনার উদ্ধৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গক্রমে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘ভগবান কৃষ্ণ আমাদের জামাই। কারণ তিনি অসমের মেয়ে রুক্মিণীকে বিয়ে করেছিলেন। তাই ভগবান কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক জামাতার।’ শর্মা বলেন, ‘ভারতের সংবিধানের মূলাধার হলো গীতা ও বেদ-উপনিষদ। গীতা ও বেদ-উপনিষদের বলে আমাদের দেশ স্বাভাবিকভাবেই ধর্মনিরপেক্ষ। যিনি গীতা এবং যোগের জ্ঞান প্রাপ্ত হবেন, তিনিই সম্পূর্ণ মানব।’ তিনি বলেন, ‘কৃষ্ণ হলেন সর্বসঞ্চালক। আমরা তাঁর কাঠপুতুল হিসেবে পৃথিবীতে অবস্থান করছি। গীতার মাধ্যমে ঈশ্বর আমাদের নিষ্ঠা ও নিঃস্বার্থভাবে প্রতিটি কাজ করতে শিখিয়েছেন। নিষ্কাম কার্য করে গেলে সেই কাজ সম্পূর্ণ হবে।’