অনলাইন ডেস্ক : হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এক চাঞ্চল্যকর ঘটনার জেরে চারজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। নির্বাচনী সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার সময় ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য সামগ্রী থাকা ব্যাগ হারিয়ে ফেলেন তাঁরা। ঘটনাটি ঘটে উমেদনগর-রাজ্যেশ্বরপুর জেলা পরিষদ কেন্দ্রের অন্তর্গত ৩৯ নম্বর ভোট কেন্দ্রে যাওয়ার সময়। বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন — চিরঞ্জীব সিংহ, নাসির উদ্দিন লস্কর, শরিফ উদ্দিন মজারভুইঞা এবং আহমেদ আলি লস্কর। দায়িত্বপ্রাপ্ত এই চারজন শিক্ষক ভোটের একদিন আগে ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিয়ে রওনা হয়েছিলেন। পথে তাঁদের সঙ্গে থাকা ব্যালট পেপার ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ ব্যাগটি হারিয়ে যায় বলে জানা গেছে। এই ঘটনার পর প্রশাসনের তরফে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে চারজনকেই বরখাস্ত করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে।