অনলাইন ডেস্ক : প্রতিবারের মতো এবারেও নানা কার্যসূচির মধ্যে দিয়ে বিশ্ব শ্রবণ দিবস উদযাপিত হল কাছাড়ে। এনএইচএম -এর রাষ্ট্রীয় বধিরতা নির্মূল কর্মসূচির (এনপিপিসিডি) অধীনে এদিন জেলার অসামরিক হাসপাতালে শ্রবণ সম্পর্কিত সচেতনতা, বিশেষ চিকিৎসা ও কানের যত্ন বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়। সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক (নাক, কান ও গলা) ডাঃ রিমা পাটোয়া, অডিওলজিস্ট আলোক শুভ্র বিশ্বাস কর্মসূচির উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদেরকে সহযোগিতা করেন মৃনাল কান্তি লস্কর সহ অন্যান্যরা। ‘কান ও শ্রবণের যত্ন সবার জন্য’ – এই স্লোগানকে সামনে এদিন শব্দ দূষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সহ এর থেকে বাঁচতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়। উল্লেখ্য, কিছুদিন আগে রাষ্ট্রীয় বঁধিরতা নির্মূল কর্মসূচির কাছাড় জেলার নোডাল অফিসার ডাঃ জুরি শর্মার অধীনে জেলার ১২টি প্রাথমিক বিদ্যালয়ে রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কর্মসূচি (আরবিএসকে)-র সহযোগিতায় স্ক্রিনিং করা হয়।