নয়াদিল্লি, ২০ ডিসেম্বর : ফের একবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় মঙ্গলবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন। এদিন আদালতে বাহরাইন যাওয়ার অনুমতি চেয়ে আবেদন জানান জ্যাকলিন । তিনি আদালতে আবেদন জানান, ২৩ ডিসেম্বর থেকে বাহরাইন যাওয়ার অনুমতি দেওয়া হোক তাঁকে। এ বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জবাব দাখিল করতে বলেছে আদালত, নতুন করে শুনানির দিন ধার্য হয়েছে ২২ ডিসেম্বর।
প্রসঙ্গত, এর আগে ১২ ডিসেম্বর এই মামলায় পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, সেই দিন মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয় ২০ ডিসেম্বর অবধি, তাই মঙ্গলবার ফের হাজিরা দেন জ্যাকলিন। এদিন আদালতে তিনি বাহরাইন যাওয়ার অনুমতি চেয়েছেন। এদিকে, ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিনেত্রী লীনা মারিয়া পলের সঙ্গে সম্পর্কিত ২৬টি গাড়ির দখল নিতে ইডি-কে অনুমতি দিয়েছে আদালত। (হি.স.)