অনলাইন ডেস্ক : প্রতিযোগিতা বললে হয়তো বা ভুল হবে। অবশ্যই উৎসবের আমেজ অবশেষে ফিরে এসেছে। আগামী ৩১ থেকে ৫ ফেব্রুয়ারী এস এম দেব স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস ) মিডিয়া ক্রিকেট ফেস্টিভ্যাল ২০২৩। শনিবার এক সাংবাদিক সম্মেলনে আসর বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন বাকস কর্মকর্তারা।
এক দশকের উপরে হয়ে গেল বাকসের এই মিডিয়া ফেস্ট। বেশ কয়েকবছর হয়ে গেল রঙিন পোশাক এবং সাদা বলে মাঠ দাপাচ্ছেন সাংবাদিক এবং সংবাদ কর্মীরা। ২০২৩ সালেও এর অন্যথা হচ্ছে না। সেই ট্র্যাডিশন বজায় থাকবে এবারও। ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারী, আয়োজিত হচ্ছে বাকস মিডিয়া ফেস্ট। এই বছর উপত্যকার প্রত্যেক জেলার দলই অংশ নিচ্ছে। শেষবার পুরভোটের জন্য দল পাঠাতে পারেনি হাইলাকান্দি। তবে সেখানকার সংবাদ কর্মীরাও এবার ব্যাট, বলের লড়াইয়ে মেতে উঠবেন।
শিলচরের চার দল মিলিয়ে মোট ছয় দল খেলবে এবারের আসরে। শিলচরের দলগুলি হল রোজকান্দি প্রেস স্ট্রাইকর্স, বিষ্ণুপ্ৰিয়া রায় প্রেস ফাইটার্স, মলিন শর্মা খবর হিরোজ, শিবদূর্গা মিডিয়া পান্থার্স। সেইসঙ্গে রয়েছে করিমগঞ্জ এবং হাইলাকান্দির দল। সংক্ষিপ্ত উদ্ধোধনী অনুষ্ঠানের পর ৩১ জানুয়ারি মঙ্গলবার প্রথম ম্যাচে শিবদূর্গা মিডিয়া পান্থার্স হবে মলিন শর্মা খবর হিরোজের। একইদিনে করিমগঞ্জের প্রতিপক্ষ হল বিষ্ণুপ্ৰিয়া রায় প্রেস ফাইটার্স। পরেরদিন অর্থাৎ ১ ফেব্রুয়ারী প্রথম ম্যাচে শিবদূর্গার বিরুদ্ধে খেলবে রোজকান্দি প্রেস স্টরিকার্স। বিকেলে হাইলাকান্দি মুখোমুখি হবে বিষ্ণুপ্ৰিয়া রায় প্রেস ফাইটার্স-র। ২ ফেব্রুয়ারী মলিন শর্মা খবর হিরোজ মুখোমুখী হবে রোজকান্দির। বিকেলে একে অপরের বিরুদ্ধে খেলবে হাইলাকান্দি এবং করিমগঞ্জ। ৩ ফেব্রুয়ারী এক প্রীতি ম্যাচে পুলিশ একাদশের মুখোমুখি হবে বাকস ইলেভেন। ৪ ফেব্রুয়ারী দুটি সেমিফাইনাল। আর ৫ ফেব্রুয়ারী ফ্লাডলাইটে হবে আসরের মেগা ফাইনাল।
এবার আসরের পুরস্কারমূল্যও বাড়ানো হয়েছে। এই বিজয়ীরা ট্রফি সহ নগদ ১০ হাজার এবং রানার্স দল ট্রফি সহ পাবে ৭ হাজার টাকা। তাছাড়া রয়েছে আসরের সেরা খেলোয়াড় (পীযুষ কান্তি দাস স্মৃতি ট্রফি ), সেরা ব্যাটসম্যান (রুহুল আমিন লস্কর স্মৃতি ট্রফি ), সেরা এন্টারটেইনার ( সুদর্শন গুপ্ত স্মৃতি ট্রফি ), সেরা বোলার, সেরা ফিল্ডার ইত্যাদি ব্যক্তিগত পুরস্কার। এর পাশাপাশি প্রত্যেক ম্যাচের সেরা সহ চারটি করে পুরস্কার দেবে বাকস। ফেয়ার প্লে ট্রফিও রয়েছে। এবারের আসরের স্পনসর হল পূর্বাঞ্চল প্রতিদিন।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল প্রতিদিনের প্রতিনিধি সাজার হোসেন, বাকস কেন্দ্রীয় পর্যবেক্ষক শতানন্দ ভট্টাচার্য, সভাপতি রিতেন ভট্টাচার্য, সচিব রবি হাজাম, আসরের কনভেনর দ্বিজেন্দ্রলাল দাস প্রমুখ।