অনলাইন ডেস্ক : বছরের শেষ দিন ডিমা হাসাও জেলায় এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় মৃত্যু ঘটে এক ব্যক্তির ও গুরুতর ভাবে আহত হন চার জন। মঙ্গলবার রাতে ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও থানার অন্তর্গত ডিটেকছড়া ২৭ নম্বর জাতীয় সড়কে এএস০১ এফ আর ৫৯০৫ নম্বরের একটি বলেরো গাড়ী ও এএস০৮ ৩৭১৩ নম্বরের ৭০৯ ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রান হারান বাপ্পু বরভূঁইয়া নামের এক ব্যক্তি। তাছাড়া এই দূর্ঘটনায় গুরুতর ভাবে আহত হন কাছাড় জেলার শিলচর ফাটক বাজারের ফারুক আহমেদ চৌধুরী বেরেঙ্গার টিঙ্কু চৌধুরী মধুরবন্দের নিপু লস্কর ও আনোয়ার সাদাত। এদিকে দূর্ঘটনার খবর পেয়ে হারাঙ্গাজাও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনায় গুরুতর আহত চার জনকে উদ্ধার হারাঙ্গাজাও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে আহতদের অবস্থা গুরুতর থাকায় এদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয় হারাঙ্গাজাও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে।