অনলাইন ডেস্ক : দুঃসাহসিকভাবে শাটার ভেঙ্গে চুরি করা হলো দোকানে। ঘটনা ঘটেছে ফটক বাজারে মানবেন্দ্র পাল নামে এক ব্যবসায়ীর হার্ডওয়ারের দোকানে।
জানা গেছে শুক্রবার সকালে দোকানের লোকেরা দোকান খুলতে এসে দেখেন শাটার ভাঙ্গা। চুরি হয়েছে বুঝতে পেরে তারা ভেতরে না ঢুকে খবর দেন পুলিশকে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তদন্ত চালায়। তবে এপর্যন্ত ধরপাকড়ের খবর নেই। পুলিশের এক সূত্র জানান, দোকান মালিক তাদের কাছে রিপোর্ট করেছেন চুরি হয়েছে নগদ ৩০ হাজার টাকা। এই ঘটনাকে ঘিরে বাজারের ব্যবসায়ী মহলে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ রাতে দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার পর বাজারে আড্ডা জমায় নেশাখোররা। আর এই নেশাখোররা প্রায়ই বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম করে থাকে। এসব বন্ধে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।